বাদ পড়ল না লক্ষ্মী পুজো, সামাজিকমাধ্যমে বিবাদে ময়দানের দুই প্রধান

দুর্গোৎসবের পরই বাংলার আরেক প্রধান উৎসব হল লক্ষ্মী পুজো। বুধবার দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছিল বঙ্গবাসী। তবে এবার ফুটবল ময়দানের গণ্ডি টপকে ময়দানের দুই প্রধানের…

controversy-between-east-bengal-and-mohun-bagan-over-lakshmi-puja

দুর্গোৎসবের পরই বাংলার আরেক প্রধান উৎসব হল লক্ষ্মী পুজো। বুধবার দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছিল বঙ্গবাসী। তবে এবার ফুটবল ময়দানের গণ্ডি টপকে ময়দানের দুই প্রধানের মধ্যে লড়াই শুরু হল এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে। এদিন মোহনবাগানের সুপার জায়ান্টসের (Mohun Bagan SG)Laksh অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেবী প্রতিমার এক ছবি পোস্ট করে লেখা হয় ‘লক্ষীর ঝাঁপি ভরে উঠুক ট্রফিতে, শুভ লক্ষী পুজো’। এই নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ করতে ছাড়ে নি পড়শি ক্লাব তথা ইস্টবেঙ্গলের (East Bengal) এক ফ্যান্স গ্ৰুপ।

   

বাগান শিবিরে অফিসিয়াল পোস্টকে উল্লেখ করে লাল-হলুদ শিবিরের এই ফ্যান্স গ্ৰুপ এক্স হ্যান্ডেলে লেখে, ‘ বাঙালি কালচার নষ্ট করার প্রচ্ছন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে বাহ্। বাঙালির বিশ্বকর্মা ঠাকুর থেকে লক্ষী ঠাকুর সবেতেই অবাঙালি মারোয়ারি ছোঁয়া লাগিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এই অ্যাডমিন।বাঙালির আবেগ নিয়ে খেলবেন না।’ পড়শি ক্লাব থেকে এই ধরনের কটাক্ষের পোস্ট ভেসে আসতেই নেট মাধ্যমে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা।

আর দু’দিন পরই অর্থাৎ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে একে ওপরে বিপক্ষে খেলতে নামবে দুই শিবির। এর আগে সামাজিকমাধ্যামে এই ধরনের কটাক্ষ খেলার দিন বেশ উত্তেজনা সৃষ্টি করতে পারে মনে করা হয়েছে। কারণ কলকাতা ডার্বির ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাপ বাড়ছে শহরে। টিকিটের চাহিদাও বেশ তুঙ্গে, কারণ ‘বড় ম্যাচ’কে সামনে থেকে চাক্ষুস করতে মুখিয়ে রয়েছেন দুই দলের সমথর্করা