কলকাতা লীগের ২০১৬-১৭ ফুটবল মরসুমে কল্যাণী স্টেডিয়ামে ডার্বি ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের। আজকের দিনে অর্থাৎ ৭ সেপ্টেম্বর ২০১৬ সালে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে মোহনবাগান ফুটবল খেলতে নামেনি। আর এই ঘটনাকে সামনে রেখে বুধবার ৭ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের (East Bengal) বিতর্কিত টুইট পোস্ট ময়দান জুড়ে শোরগোল ফেলে দিয়েছে।
ইস্টবেঙ্গলের ওই টুইট পোস্টটি হল “২০১৬ সালে #এই দিনে, একটি নির্দিষ্ট দল কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে একটি CFL ম্যাচের জন্য আমাদের বিরুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
#TorchBearers, মনে আছে এটা কোন দল ছিল? 🤔🤭🤐
#JoyEastBengal #EmamiEastBengal ” আর এই টুইট পোস্ট ভাইরাল হতেই লাল হলুদ সমর্থকরা রিটুইট করে চিরাচরিত রেষারেষিকে আরও একধাপ এগিয়ে দিয়েছে।
রানা বসু ইস্টবেঙ্গলের ওই টুইট পোস্টের প্রতিক্রিয়াতে রিটুইটে ওইদিনের ডার্বি ম্যাচের অফিসিয়াল প্লেয়ার লিস্টের ফটো কপি পোস্ট করে লিখেছে,”আপনি কি এই ম্যাচ বলতে চান 🤔 “।আবার রাহুল মজুমদার ওই মহা ডার্বি ম্যাচের টিকিটের ছবি সহ রিটুইট পোস্ট হল ” টিকিট রেখেছি, আশা করছি এখনও দেখা যাবে 🤣🤣 “।
#OnThisDay in 2016, a certain team decided not to turn up against us for a CFL match at the Kalyani Municipal Stadium.#TorchBearers, do you remember which team was it? 🤔🤭🤐#JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/Iui5TB5YVL
— East Bengal FC (@eastbengal_fc) September 7, 2022
আবার ইস্টবেঙ্গলের এক ফ্যানস ক্লাবের রিটুইট পোস্ট মোহনবাগান ক্লাবকে কটাক্ষ করে,”আপনি প্রশাসক সম্পর্কে কথা বলছেন এই বিলুপ্ত ক্লাব? “সব মিলিয়ে ৭ সেপ্টেম্বর, বুধবার মোহনবাগান (ATK মোহনবাগান) এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঠিক তার কয়েক ঘন্টা আগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এই বিতর্কিত টুইট পোস্ট নিঃসন্দেহে মোহনবাগানের অস্বস্তি বাড়িয়ে তুলবে।