গতবারের ইন্ডিয়ান সুপার লিগে খেলতে গিয়ে চোটের কবলে পড়েছিলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো (Joni Kauko)। তারপর আর ফেরা হয়নি মাঠে। পরবর্তীতে আইএসএল ফাইনালে দল তাকে উড়িয়ে আনলেও পরবর্তীতে কোনো টুর্নামেন্টেই নামতে পারেননি এই তারকা। বর্তমানে যা পরিস্থিতি তাতে ডিসেম্বরের আগে মাঠে ফেরা সম্ভব নয় ইউরো কাপ খেলা এই ফুটবলারের।
সেজন্য সবদিক মাথায় রেখেই একটা সময় এই তারকা ফুটবলার কে ছাটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ম্যানেজমেন্টের তরফ থেকে। কিন্তু তার সোনালী সময়ের কথা মাথায় রেখে এখনি তার সঙ্গ ছাড়তে চাইছে না বাগান ব্রিগেড। চোট সারিয়ে তাকে দেখে নিয়েই সিদ্ধান্ত নিতে চান বাগান কোচ হুয়ান ফেরেন্দো।
তবে আরও কিছুটা সময় নিয়ে একেবারে ম্যাচ ফিট হয়েই নাকি মোহনবাগান শিবিরে আসবেন তিনি। সেখানে তার ফিটনেস টেস্টের উপরেই নির্ভর করবে সমস্ত কিছু। সেই পরীক্ষায় পাশ করতে পারলে আগামী জানুয়ারি থেকে আবারও ধরা দেবেন পুরোনো ছন্দে। অন্যথায় কাউকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে বাগান ব্রিগেড।
তবে যতদূর খবর সময়ের সাথে সাথে নিজের যথেষ্ট উন্নতি করছেন ফিন ল্যান্ডের এই তারকা ফুটবলার। তাই আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সমস্ত কিছু মিটিয়ে ফের ধরা দিতে পারেন সবুজ-মেরুন জার্সিতে। যতদূর খবর, এক্ষেত্রে নাকি আগামী দুইটি মরশুমের জন্য তার সঙ্গে চুক্তি বাড়াতে থাকে বাগান শিবির।
অন্যদিকে, দলের তারকা স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে নিয়ে চরম অস্বস্তি দেখা দিয়েছে বাগান ব্রিগেডের অন্দরে। ডুরান্ড কাপ থেকে শুরু করে এবারের আইএসএলে এখনো পর্যন্ত নিজের ছন্দে দেখা যায়নি এই তারকাকে। তাই নয়া ট্রান্সফার উইন্ডোতে দল থেকে ছাড়া হতে পারে এই ফুটবলারকে।