মঙ্গলবার ভোররাতে ফিফা (FIFA) নির্বাসিত করেছে ভারতীয় ফুটবল সংস্থাকে। এরপর গোটা বিষয়টি’কে কেন্দ্র করেই কার্যত হুলস্থুল ছড়িয়ে গেছে চারপাশে,দেশের ফুটবল ভবিষ্যৎ নিয়ে এখন দারুণ চিন্তিত সকলে।এমন একটা সময় গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে মুখ খুললো কংগ্রেস।
একটি ইমেইল করে ফিফার তরফে ভারত’কে নির্বাসিত করার খবর জানানো হয়েছে। এর ফলে চলতি বছরে ভারতে যে অনূর্ধ – ১৭ মেয়েদের বিশ্বকাপ আয়োজন করার কথা ছিলো তা আপাতত বাতিল হলো।
ফিফার তরফে জারি করা সেই বিবৃতি অনুযায়ী ,ভারতীয় ফুটবলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টি ভালো ভাবে নেয়েনি এআইএফএফ।এই কারণেই ফিফা কাউন্সিল সর্ব ভারতীয় ফুটবল সংস্থা’কে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়।ফিফার ধারনা ফুটবল জগতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের মানে হলো তাদের’ই ভাবমূর্তি’তে আঘাত করা।অর্উ যতোদিন না অবধি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি গোটা বিষয়ের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে পাচ্ছেন ততদিন নির্বাসন জারি থাকবে।
কংগ্রেসের তরফে ট্যুইট করা হয়েছে, “ফিফার দ্বারা ভারতীয় ফুটবল সংস্থা’কে বরখাস্ত করার সিদ্ধান্ত ইতিমধ্যে নানান প্রশ্ন তুলেছে । এইমুহুর্তে’র সবচেয়ে বড় প্রশ্ন, এখানে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা বলা হচ্ছে, এই তৃতীয় পক্ষ কারা। প্রধানমন্ত্রী মোদি অথবা তার পার্টির কাছে এই বিষয়ে কোনও উত্তর আছে ? “
প্রসঙ্গত, আগামী ১১ ই অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ -১৭ দলের বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিলো, কিন্তু নিষেধাজ্ঞা জারি থাকায় আপাতত সেটা বাতিল হলো,তবে ভারত দ্রুত সমস্যার সমাধান করবে, সেই বিষয় আশাবাদী ফিফা।