Transfer window: সত্যি হল জল্পনা। দল বদল করলেন Naocha Singh Ngangbam। চলতি ট্রান্সফার উইন্ডোতে কেরালার ক্লাবে যোগ দিলেন বছর তেইশের ফুটবলার। বুধবার হয়েছে এই দল বদল।
বুধবার সামাজিক মাধ্যমে Naocha Singh Ngangbam কে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। তিন বছরের চুক্তিতে নতুন চুক্তি পত্রে সই করেছেন তিনি। তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত ভারতের অন্যতম সাড়া জাগানো ক্লাব। ফের নতুন একটি ক্লাবের জার্সি পরবেন Naocha Singh। নওচা মণিপুরের ফুটবলার। খেলেন ফরোয়ার্ড পজিশনে।
এবার তাকে দলে নিয়ে আক্রমণভাগে গভীরতা বাড়িয়ে নিল আই লীগের অন্যতম নামকরা ক্লাব গোকুলাম কেরালা। তরুণ এই ফুটবলারের নামের পাশে রয়েছে ভালো পরিসংখ্যান। ফেডারেশনের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মণিপুরের এই ফরোয়ার্ড এখনও পর্যন্ত খেলেছেন ৮৬ টি ম্যাচে। গোল করেছেন ৩৫ টি। কিছু কার্ড দেখেছেন।
We're excited to announce the signing of Naocha Singh Ngangbam, a talented forward who will grace our team for the next three years. Let's make every moment count! 🚀#GKFC #Malabarians #NewBeginnings pic.twitter.com/MJAEhYPnvT
— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) July 19, 2023
বয়স কম হলেও ভারতীয় ফুটবল সম্পর্কে নওচার ধারণা বেশ স্পষ্ট। ইতিমধ্যে যুক্ত থেকে দেশের বেশ কয়েকটি ক্লাবে। সুদেভা দিল্লি এফসি, তিদিম রোড অ্যাথলেটিক ইউনিয়ন, নর্দান স্পোর্টিং ইউনিয়ন, নেরোকা এফসির মতো ক্লাবে খেলেছেন Naocha Singh Ngangbam। তাকে সই করানোর খবর পাওয়ার পর গোকুলাম কেরালার কোনো কোনো সমর্থক বলছেন, টপ ট্যালেন্ট।