Confident Juan Fernando: এএফসি কাপের ম্যাচের আগে কী বলছেন ফেরেন্দো?

Juan Fernando

আগামীকাল, সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মাজিয়া ফুটবল দল। একদিকে যেমন আইএসএলের পাশাপাশি এএফসি কাপের ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে হুয়ান ফেরেন্দোর মোহনবাগান৷

Advertisements

ঠিক অপরদিকে টানা ১৭ ম্যাচ অপরাজিত রয়েছে মাজিয়া ফুটবল দল। তাই আগামীকালের ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা আন্দাজ করতে পারছেন সকলেই। উল্লেখ্য, এবারের এএফসি কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংসকে বড় ব্যবধানে হারিয়েছে মাজিয়া। তাই আসন্ন ম্যাচে ও যে সেই পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করবেন তাদের দলের কোচ সেকথা বলাই চলে।

তাই সবদিক বিবেচনা করেই আজ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে যথেষ্ট সাবধানী থেকেছেন বাগানের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দো। তবে প্রতিপক্ষ দলকে সমীহ করলেও নিজেদের হট ফেভারিট মানছেন তিনি। আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, মাজিয়া যথেষ্ট শক্তিশালী দল। এবারের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের শক্তিশালী দলকে পরাজিত করেছে তারা। পাশাপাশি একাধিক দাপুটে বিদেশী রয়েছে তাদের দলে। যেকোনো মুহুর্তেই বিপদ ঘটিয়ে দিতে পারেন সকলে। তবে নিজেদের দলের ফুটবলাররা সেরাটা দেওয়ার চেষ্টা করবে। যাতে এএফসি কাপের পরবর্তীর পথ অনেকটাই প্রশস্থ হয়ে ওঠে।

Advertisements

পাশাপাশি প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে বাগান তারকা ব্রেন্ডন হ্যামিল বলেন, এবারের এএফসি কাপ থেকে শুরু করে আইএসএলেও যথেষ্ট সমর্থন করেছে বাগান সমর্থকরা। এভাবেই আমাদের পাশে থাকুন। মাঠে এসে দলকে সমর্থন করুন।