অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে তাসমানিয়া ও ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচে ভিক্টোরিয়া দলের ব্যাটসম্যান উইল পুকোভস্কি (Will Pucovski ) মাথায় আঘাত পেয়ে মাঠ থেকে অবসর নেন। ক্রিকেট ক্যারিয়ারে এখনও পর্যন্ত ১৩তম বারের মতো বাউন্সার বলের শিকার হলেন পুকোভস্কি।
এই ম্যাচে ব্যাট করতে নামার পরেই তাসমানিয়া দলের ফাস্ট বোলার রাইলি মেরেডিথ বাউন্সার ডেলিভার করেন। বুঝতে না পারায় বল সরাসরি উইলের হেলমেটে গিয়ে আঘার করে। পুকোভস্কি তাঁর ইনিংসের দ্বিতীয় বল খেলার সময় মাথায় আঘাত পান। এরপর কনকাশনের কারণে ফিরে যান প্যাভিলিয়নে।
বল মাথায় লাগার পর পুকোভস্কি সরাসরি মাটিতে পড়ে যান। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক ও ভিক্টোরিয়া দলের ফিজিও সঙ্গে সঙ্গে মাঠে এসে তাঁর শুশ্রূষা করতে শুরু করেন। এরপরই উইলকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পবেল ক্যালাওয়েকে পুকোভস্কির জায়গায় কনকাশন খেলোয়াড় হিসাবে অন্তর্ভুক্ত করেছে ভিক্টোরিয়া। এই ম্যাচে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৪৪২ রানের টার্গেট পায় ভিক্টোরিয়া।
Luckless Victorian Will Pucovski, again hit by a short ball. He's gone off, retired hurt. Awful to see. @9NewsMelb pic.twitter.com/sp1YtP5Owd
— Trent Kniese (@trent_kniese) March 3, 2024
ক্রিকেট ভিক্টোরিয়া এক বিবৃতিতে বলেছে, ‘মেডিকেল স্টাফরা উইল পুকোভস্কিকে পুরোপুরি পর্যবেক্ষণ করছেন এবং আমরা ভবিষ্যতে উইলের অবস্থা সম্পর্কে আপডেট জানাব।’ এর আগে গত ফেব্রুয়ারিতে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচে বাউন্সার বলের আঘাতে মাথায় আঘাত পেয়েছিলেন পুকোভস্কি। এর আগে মানসিক স্বাস্থ্যের কারণে কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন পুকোভস্কি। অস্ট্রেলিয়া দলের হয়ে এখনও পর্যন্ত মাত্র ১টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন উইল, যেখানে তিনি মোট ৭২ রান করেছেন।