কোপা ফাইনালে ‘মারামারি’ অভিযোগে গ্রেফতার কলম্বিয়ার ফুটবল সভাপতি

আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে অনুষ্ঠিত কোপা আমেরিকার (Copa America) ফাইনাল মাঠে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। দুতরফের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে খেলা শুরুর সময় তিন…

আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে অনুষ্ঠিত কোপা আমেরিকার (Copa America) ফাইনাল মাঠে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। দুতরফের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে খেলা শুরুর সময় তিন দফা পিছিয়ে প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয়েছিল। এই ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। গ্রেফতার হলেন কোপা রানার্স দেশ কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি।

Advertisements

ESPN জানাচ্ছে, আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনাল ম্যাচের পর স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের জেরে কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি র‌্যামন জেসুরুম ও তার পুত্রকে আটক করেছে ফ্লোরিডা পুলিশ। কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির পর জেসুরুমকে আটক করা হয়। এই কারণে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি।

বিজ্ঞাপন

Goal.Com এর রিপোর্ট মিয়ামি ডেইড পুলিশেপ ডিটেকটিভ আন্দ্রে মার্টিন বলেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা রক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশে কোটা বিরোধী সমাবেশেই আর্জেন্টিনার জয়ধ্বনি, প্লাতা-পদ্মা একাকার

পুলিশের দায়ের করা মামলার এজাহারে লেখা হয়েছে, এই ঘটনাটি ঘটেছে ম্যাচের পর মাঠে প্রবেশের টানেলে। ওই টানেলেই উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। সেই সময়ে হেসুরুন ও তার পুত্রকে সেখানে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।‘বিরক্ত হয়ে’ নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক শুরু করেন দুজন। অভিযোগ তারা মারামারিতে জড়িয়ে পড়েন।

কোপা আমেরিকা ফাইনালে বিশৃঙ্খলার ঘটনার পর দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন তথা ‘কনমেবল’ বিবৃতিতে জানিয়েছে, ফাইনালে দর্শকদের একটি অংশ টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়া নিয়ে ম্যাচ শুরু হয় দেরিতে। এর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দেরি এবং পরিস্থিতি বিচারে গেট বন্ধ করা হয়েছিল। এ নিয়ে কনমেবল হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে যে চুক্তিভিত্তিক দায়িত্ব ছিল সেটি ঠিকভাবে অনুসরণ করা হয়নি।