Colin Munro: অবসর নিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো (Colin Munro)। আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজারের বেশি রান করা নিউজিল্যান্ডের এই আগ্রাসী ব্যাটার গত চার বছরে…

colin munro announced retirement from international cricket

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো (Colin Munro)। আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজারের বেশি রান করা নিউজিল্যান্ডের এই আগ্রাসী ব্যাটার গত চার বছরে জাতীয় দলের হয়ে খেলেননি।

বাঁ-হাতি এই ব্যাটসম্যান ২০১২ সালের ডিসেম্বরে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন। পরের মাসে ওয়ানডে অভিষেক। কেরিয়ারে কেবল একটি টেস্ট খেলেছেন। সব মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে ১২৩ ম্যাচ খেলে তিন হাজারের বেশি রান করেছেন কলিন মুনরো।

   

সুপার জায়ান্ট ছেড়ে দেবেন KL Rahul! আগ্রহ দেখাবে KKR?

মুনরো নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটার যিনি টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি করেছেন। ২০১৪ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলেরও অংশ ছিলেন তিনি। অভিজ্ঞ এই ব্যাটার বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অংশ নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার তিনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়ার পরেই অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন কলিন মুনরো।

৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলা সব সময়ই আমার কেরিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। এই জার্সি গায়ে চাপানোর চেয়ে গর্বের মুহূর্তে আমার কাছে আর দ্বিতীয়টি নেই।’

IPL 2024: রোহিত-সূর্যকুমার-বুমরাহদের বিশেষ বৈঠক! ম্যানেজমেন্টের কাছে হার্দিকের বিরুদ্ধে অভিযোগ

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিঙ্ক মুনরোর প্রশংসা বলেছেন, ‘কলিন আমাদের প্রথম দিকের খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন যিনি আক্রমণাত্মক, ৩৬০ ডিগ্রি স্টাইলের ব্যাটিংকে রপ্ত করতে পেরেছিলেন। এ ব্যাপারে অন্যতম অন্যতম পথিকৃৎ ছিলেন। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন নির্ভিক। শতাধিক আন্তর্জাতিক ম্যাচে অসাধারণ অবদানের জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করি।’