অপেক্ষার অবসান। চলতি আইএসএল মরসুমে প্রথম জয় পেয়েছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গত শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে তাঁরা পরাজিত করেছে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে। প্রথম থেকেই খাতায় কলমে প্রতিপক্ষ দলের তুলনায় এগিয়ে ছিল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় নিজামের শহরের এই ফুটবল ক্লাব। যারফলে ৫ ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এগারো নম্বরে উঠে আসলো একেবারের আইএসএল জয়ীরা। এই জয়ের ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য দলের সকল ফুটবলারদের।
উল্লেখ্য , এই ম্যাচে হায়দরাবাদ এফসির হয়ে জোড়া গোল করেন অ্যালান ডি সুজা মিরান্ডা। এছাড়াও গোল পান স্টেফান সাপিচ এবং পরাগ শ্রীবাস। যার দরুন প্রথম জয় পাওয়ার পাশাপাশি গোল পার্থক্যের ক্ষেত্রে ও তাঁরা পিছিয়ে দিয়েছে তলানিতে থাকা কয়েকটি দলকে। যা নিয়ে খুশি হায়দরাবাদ এফসির কোচ থাংবোই সিংটো। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের একটা বড় লড়াই ছিল। কিন্তু নতুন ইনভেস্টর আসায় পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। মাঠে ও মাঠের বাইরে আমাদের সমর্থনকারী সমর্থকরা আমাদের সাহায্য করে আসছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই জয়টা সকলের।”
পাশাপাশি দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে এই ভারতীয় কোচ বলেন, “নতুন সিজনের জন্য খেলোয়াড়দের সই করার আগে আমরা আলোচনা করেছিলাম। আমি সত্যিই এমন খেলোয়াড়দের দলে নিতে আগ্ৰহ প্রকাশ করেছিলাম সাথে যারা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেবল আমাদের খেলায় অবদান রাখবে না, তবে তাঁদের ব্যক্তিত্বের মাধ্যমে দলকে একসাথে সাহায্য করতে পারে। হিসাব অনুযায়ী দেখলে আমরা গত সিজনে একটি জয় পেয়েছি এবং এই সিজনে পাঁচটি ম্যাচে আমাদের একটি জয় এবং একটি ড্র রয়েছে। আশা করি, আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারব।”
তবে সেখানেই শেষ নয়। আসন্ন মোহনবাগান ম্যাচে দল যে আরও ভালো পারফরম্যান্স করবে সেই ইঙ্গিত ও দিলেন সিংটো। এই প্রসঙ্গে হায়দরাবাদ কোচ বলেন, “হিসাব অনুযায়ী আগামী ৩০ তারিখ আমরা নিজেদের হোম গ্ৰাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে খেলবো। বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁরা আইএসএলের অন্যতম সেরা দল। আমাদের ছেলেরা মহামেডান ম্যাচের থেকে ও এই ম্যাচে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবে। সেইমতো গোটা দলকে প্রস্তুত করার চেষ্টা করবো।”