শুক্রবার ঘরের মাঠে ওডিশা এফসি-র মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি।তার আগে বৃ্হস্পতিবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের ভবিষ্যৎবাণী ক্রীড়ামহলে চাঞ্চল্য ছিড়িয়েছে।
প্রেস মিটে এসে কনস্টাটাইন বলেন, ওডিশা এফসি-র বিরুদ্ধে গত দু’মরশুমে কী করেছে লাল-হলুদ বাহিনী, তা নিয়ে এখন কোনও মাথাব্যাথা নেই তার। ইস্টবেঙ্গলের বৃটিশ কোচের কথায়, গত ম্যাচেই প্রথম দল টানা ৯০ মিনিট ভাল পারফরম্যান্স দেখিয়েছে এবং দলের খেলোয়াড়রা যদি এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তা হলে এর পরেও সাফল্য আসতে থাকবে।
এরপরেই ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের চাঞ্চল্যকর বক্তব্য সামনে আসে।কনস্টাটাইনের কথাতে,”ম্যাচে কত গোল হবে, আগাম বলতে পারব না। আশা করি এই ম্যাচেও গোল না খেয়ে জিতব।”
লাল হলুদ ভক্তরা যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রিয় দলের জয় দেখতে চাইছে।স্টিফেন কনস্টাটাইন ভক্তদের সমর্থনকে পুঁজি করে প্রতিপক্ষের ডিপ ডিফেন্সে চির ধরাতে চাইছেন।এফসি গোয়া কোচ কার্লোস পেনা যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে বলেই ছিলেন,লাল হলুদ সমর্থকদের সামনে পারফর্ম করাটা চ্যালেঞ্জের।
তাই ইস্টবেঙ্গল কোচ ‘ইস্টার্ন ড্রাগনর্সে’র বিরুদ্ধে মাঠে নামার আগে মাইন্ড গেম শুরু করে দিয়েছেন, লাল হলুদ ভক্তদের সমর্থন চেয়ে বেশি সংখ্যাতে ভক্তরা মাঠে এসে প্রিয় দলের হয়ে গলা ফাটিয়ে বিপক্ষের দূর্গে যাতে মনস্তাত্ত্বিক ফাটল ধরিয়ে জয়ের পথ মসৃণ করে তোলে।

