হেরে ফুটবলারদের দোষারোপ করলেন ISL কোচ

Jamshedpur FC Coach Scott Cooper

নিজের দলের ডিফেন্স নিয়ে গর্ব করেন স্কট কুপার। শেষ মুহূর্তে পরপর জোড়া গোল হজম করে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পরাজিত জামশেদপুর এফসি (Jamshedpur FC)। ম্যাচের পর ফুটবলারদের দিকে আঙুল তুললেন জামশেদপুর এফসির কোচ স্কট কুপার (Scott Cooper)।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোল করে প্রথমে এগিয়ে গিয়েছিল জামসেদপুর এফসি। ড্যানিয়েল চিমার ম্যাচে লিড নিয়েছিল দল। ম্যাচে এগিয়ে যাওয়ার পর রক্ষণে লোক বাড়িয়েছিল জামশেদপুর। এবারের ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত সেরা ডিফেন্স তাদেরই। ইস্পাত নগরীর ক্লাবের রক্ষণে ফাটল ধরানোর জন্য বারংবার চেষ্টা করে নর্থ ইস্ট ইউনাইটেড। শেষ পর্যন্ত ম্যাচের অন্তিম মুহূর্তে পরপর দুই গোল দিয়ে ম্যাচ জিতে নেয় নর্থ ইস্ট।

   

নিশ্চিত পয়েন্ট হাতছাড়া করে হতাশ স্কট কুপার। জামশেদপুর কোচের মতে, “ওত আগে থেকে ডিফেন্স না করলেই ভালো হতো। আরও একটা গোল দিয়ে জয় নিশ্চিত করার সুযোগ আমাদের সামনে ছিল। অতিরিক্ত সময়ে সুযোগ কাজে লাগিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। যোগ্য দল হিসেবেই তারা জিতেছে।”

কুপারের কথায়, “ম্যাচের ওই সময় ফুটবলাররা কিছুটা গা ছাড়া মনোভাব দেখিয়ে থাকে। আমাদের ক্ষেত্রে তাই হয়েছিল। ওরা ডান প্রান্তকে কাজে লাগিয়ে গোল করেছে। আমাদের দলের কয়েকজন খেলোয়াড় ঠিক করে ডিফেন্স করতে পারেনি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন