অসুস্থ শরীর নিয়েও ঘুরেছেন গ্রামের পর গ্রাম, রঘু নন্দীর জন্য ভালো করতে মরীয়া এরিয়ান

Coach Raghu Nandy

কলকাতা ফুটবল ময়দানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রঘু নন্দীর নাম। আগের থেকে বয়স বেড়েছে, শরীর আগের থেকে একটু খারাপ হয়েছে। কিন্তু ডাকাবুকো রঘুর মেজাজ এখনও আগের মতোই রয়েছে। নিজের স্বাস্থ্যের তোয়াক্কা না করেই এখনও ঘুরে বেড়ান গ্রামে গ্রামে, খুঁজে আনেন একের পর এক প্রতিভা।

Advertisements

গতবার এরিয়ান ক্লাবের পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। এবারের কলকাতা লীগের সূচনা ইতিমধ্যে হয়েছে। আগের থেকে ভালো ফল করার ব্যাপারে ক্লাব আশাবাদী। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে রঘু নন্দীর ছেলে রাজদীপ নন্দী। তার বাবা থাকবেন টিমের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে।

রঘু নন্দী কোচ বা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেননি এমন ফুটবল দলের সংখ্যা সবচেয়ে কম। বিগত কয়েক দশক ময়দানের সঙ্গে তিনি জড়িত। কিন্তু ৬৩ বছর বয়সী রঘুর তিন বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। এরপরেও ফুটবল মাঠের প্রতি তার টান এতটুকু কমেনি। তিনি এখন সাবলীলভাবে কথা বলতে পারেন না। তিনি গত দেড় বছর ধরে স্পিচ থেরাপির করানো হচ্ছে। এরই মধ্যে চালিয়ে যাচ্ছেন প্রতিভা অনুসন্ধানের কাজ।

Advertisements

তিনি এই মরসুমে এরিয়ানস ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর। শারীরিকভাবে কিছুটা পিছিয়ে থাকা সত্ত্বেও, রঘু নন্দী বাংলার জেলা কোচিং ক্যাম্পের ঘুরে বেড়িয়েছেন এবং তার ক্লাবের জন্য ২০ জন প্রতিশ্রুতিবান ফুটবলারকে বাছাই করে এনেছেন কলকাতায়। কলকাতা প্রিমিয়ার লিগে শনিবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ। শুধুমাত্র রঘু নন্দীর জন্য আরো ভালো খেলতে চাইবে ক্লাব।