আসন্ন এএফসি এশিয়ান কাপের (Asian Cup 2023) জন্য অবশেষে দল ঘোষণা করেছে কিম প্যান-গনের নেতৃত্বাধীন মালয়েশিয়া ফুটবল দল। ২৬ জন অভিজ্ঞ এবং সম্ভাবনাময় তরুণ প্রতিভার সমন্বয়ে গঠিত জাতীয় দল এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতায় একটি চ্যালেঞ্জিং অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ৮ জানুয়ারি বন্ধুত্বপূর্ণ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে দল। টুর্নামেন্ট শুরুর আগে কিম প্যাঙ্গনের জন্য স্কোয়াড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার দারুণ সুযোগ হবে এই ম্যাচটি। নতুন বছরের দিন কাতারের দোহায় পা রাখা মালয়েশিয়ানদের ‘ই’ গ্রুপে রাখা হয়েছে।
আরও পড়ুন: AFC Asian Cup: এএফসি এশিয়ান কাপে ভারতের পথের কাঁটা হয়ে উঠতে পারে এই দল
২০২৪ সালের ১৫ জানুয়ারি আল জানুব স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করার মাত্র পাঁচ দিন পর জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাহরাইনের বিপক্ষে খেলবে তারা। ২০২৪ সালের ২৫ জানুয়ারি আল জানুব অ্যারেনায় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের শেষ ম্যাচ হবে। কিম প্যান-গন এবং মালয়েশিয়া ইনজুরির কারণে ছিটকে যাওয়া সিয়াফিক আহমেদকে এবার পাচ্ছে না।
২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য মালয়েশিয়া দল
গোলরক্ষক: আজরি গনি, সিহান হাজমি, শিখ ইজহান নাজরেল
ডিফেন্ডার: ম্যাথু ডেভিস, শাহরুল সাদ, ড্যানিয়েল টিং, সিয়ামি সাফারি, ডমিনিক ট্যান, জুনিয়র এলদা, ডিওন কুলস, কর্বিন অং, আহমেদ খুজাইমি পি।
মিডফিল্ডার: স্টুয়ার্ট উইলকিন, এন্ড্রিক ডস সান্তোস, সিয়ামার কুট্টি আব্বা, ব্রেন্ডন গান, আফিক ফাজাইল, নাটক্সো ইনসা।
ফরোয়ার্ড: ফয়সাল হালিম, ড্যারেন লোক, সাফাভি রাসিদ, আরিফ আইমান হানাপি, মোহাম্মাদু সুমারেহ, পাওলো জোসু, আখিয়ার রশিদ, রোমেল মোরালেস।