Mohun Bagan: ডার্বি ম্যাচে অনিশ্চিত বাগানের এই তারকা, চিন্তায় মোলিনা

আগামী ১৯ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের পঞ্চম ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নিজেদের হোম ম্যাচেই তাঁরা খেলতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে।…

Coach José Francisco Molina Worried as Mohun Bagan Star Alberto Rodriguez

আগামী ১৯ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের পঞ্চম ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নিজেদের হোম ম্যাচেই তাঁরা খেলতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলেই পয়েন্ট টেবিলের আরও অনেকটাই উপরে উঠে আসবে ময়দানের এই প্রধান। গত মহামেডান ম্যাচের জয়ের ধারা বজায় রেখেই আসন্ন ডার্বিতে সাফল্য পেতে চাইছেন বাগান কোচ জোসে মোলিনা‌। গত কয়েকদিন ধরি জোর কদমে গোটা দলকে অনুশীলন করিয়েছেন এই স্প্যানিশ কোচ। মরসুমের প্রথম ডার্বিতে জয় আসলে অনেকটাই আত্মবিশ্বাস বাড়বে দলের ফুটবলারদের।

সেই কথা মাথায় রেখে অনুশীলনের দিকে বাড়তি নজর দিচ্ছেন মোলিনা। গত কয়েকদিনের মতো আজ ও যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে বাগান ফুটবলারদের। তবে কিছুটা হলেও চিন্তায় রাখছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ‌। আসলে গত ডার্বি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেতে হয়েছিল এই তারকা ডিফেন্ডারকে। সেই ম্যাচের পর থেকে এখনও পর্যন্ত মূল দলের সঙ্গে অনুশীলনে যোগদান করেননি এই তারকা। শেষ কয়েকদিনের মতো এবার ও ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকেই বিশেষ নজর দেন আলবার্তো।

   

আসন্ন ডার্বি ম্যাচের আগে যা কিছুটা হলেও চিন্তায় রাখছে বাগানের স্প্যানিশ হেডস্যারকে। নয়া ফুটবল মরসুমে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসাযোগ্য তারকা হয়ে উঠেছেন এই ফুটবলার। প্রতিপক্ষের আক্রমণ রোধ করার পাশাপাশি এরিয়াল বলেও যথেষ্ট সফল এই তারকা। সেজন্য আগামী ডার্বি ম্যাচে তাঁকে না পেলে অনেকটাই চাপে পড়ে যাবে ময়দানের এই প্রধান। তাই আগামী ম্যাচের আগে আলবার্তো সুস্থ করাই অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। সেদিকেই এখন বাড়তি নজর দিচ্ছে সেদিকেই এখন বাড়তি নজর দিচ্ছেন সকলে।

গত ম্যাচে মহামেডানের আক্রমণ রোধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্প্যানিশ সেন্টার ব্যাকের। যারফলে ক্লিনশিট রেখে মাঠ ছাড়তে পেরেছিল গ্ৰেগ স্টুয়ার্টরা। সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য মোলিনার।