আগামীকাল, মঙ্গলবার ফিফা ওয়ার্ল্ড কাপের যোগ্যতা (World Cup Qualifiers) অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কাতারের বিপক্ষে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। এখন সেই দিকেই নজর সকলের। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী কুয়েত দলকে তাদের ঘরের মাঠে পরাজিত করে ব্লু টাইগার্স। যারফলে সৃষ্টি হয় নয়া ইতিহাস।
আসলে এর আগে যতবার কুয়েতে খেলতে গিয়েছে ব্লু টাইগার্স ততবারই হারতে হয়েছে তাদের। তবে এবারের জয় যেন বদলে দিয়েছে সমস্ত কিছু। তবে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষ দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত ১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ব্লু টাইগার্স। একটি মাত্র গোল করেছিলেন মনবীর সিং। যা দেখে খুশি সকলেই। তবে এবারের ম্যাচ যে খুব একটা সহজ হওয়ার নয় তা ভালো মতোই বুঝতে পারছেন সকলে। উল্লেখ্য, শেষ ফুটবল বিশ্বকাপে খুব একটা প্রভাব না ফেলতে পারলেও তাদের পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়ে সকলের।
তাই এবার যথেষ্ট সাবধানী সকলে। তবে নিজেদের ঘরের মাঠে দাপটের সাথেই খেলার পরিকল্পনা থাকবে সুনীলদের। উল্লেখ্য, এই ম্যাচের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট। তাই ক্রিকেটের হতাশা ভুলে ফুটবলের জন্য দেশের হয়ে যে সকলে গলা ফাঁটাতে তৈরি তা কিন্তু বলাই চলে। বলতে গেলে এখনো পর্যন্ত নিজেদের ঘরের মাঠে অপরাজিত রয়েছে ভারতীয় ফুটবল দল। তাই কালকের ম্যাচ সেই রেকর্ড ধরে রাখার জন্য আরো বেশি চ্যালেঞ্জিং থাকতে চলেছে সকলের কাছে। একদিকে যেমন কুয়েত দলকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছে ভারতীয় ফুটবল দল ঠিক তেমনভাবে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান দলকে ও পরাজিত করেছে কাতার। তাই কালকের এই ম্যাচ গ্রুপ টেবিলের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের কাছেই।
এই প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠক থেকে ভারতীয় দলের হেড স্যার ইগর স্টিমাচ বলেন,আমাদের এই ফুটবল দলের নতুন করে হারানোর কিছু নেই। ম্যাচের পুরো সময়টাই সবটা উজাড় করে দিয়ে লড়াই করতে হবে। দলের সকলকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। উল্লেখ্য, আগামীকাল যদি নিজেদের ঘরের মাঠে কাতারকে আটকে দেওয়া সম্ভব হয় তাহলে পরবর্তী রাউন্ডে ওঠার জন্য অনেকটাই সুবিধাজনক পর্যায়ে চলে যাবে ভারত। সেই কামনায় দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ।