কুয়েত ম্যাচের জন্য ২৭ জনের স্কোয়াড ঘোষণা স্টিমাচের, জানুন

হাতে সামান্য আর কিছুদিন। তারপরেই জুনের প্রথমদিকে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের মুখোমুখি হবে ভারত। এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে। এই ম্যাচের কথা মাথায় রেখেই…

Stimac announces 27-member squad for FIFA World Cup Qualifier against Kuwait

হাতে সামান্য আর কিছুদিন। তারপরেই জুনের প্রথমদিকে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের মুখোমুখি হবে ভারত। এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে। এই ম্যাচের কথা মাথায় রেখেই গত কয়েক সপ্তাহ ধরে ওডিশার বুকে সকল খেলোয়াড়দের নিয়ে অনুশীলন চালিয়েছেন কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। অবশেষে এবার এই হাইভোল্টেজ ম্যাচের কথা মাথায় রেখে ২৭ জনের একটি স্কোয়াড ঘোষনা করলেন ভারতীয় দলের হেড কোচ। যেখানে দাপুটে ফুটবলারদের পাশাপাশি সুযোগ পেয়েছেন একাধিক নতুন মুখ। যা অনেকটাই শক্তি জোগাবে ব্লু টাইগার্সদের।

নতুন কোচের নাম ঘোষণা করল কেরালা, কার হাতে উঠল দায়িত্ব?

   

সেই অনুযায়ী গুরপ্রীত সিং সিন্ধুর পাশাপাশি দলের গোলরক্ষক হিসেবে থাকছেন অমরিন্দর সিং এবং বিশাল কাইথ। পাশাপাশি দলের রক্ষনভাগ জমাট বাঁধানোর জন্য থাকছেন অমিয় রানাওয়াড়ে, জয় গুপ্তা, আনোয়ার আলী, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, নরেন্দর গেহলট, শুভাশিস বসু, রাহুল ভেকে এবং নিখিল পূজারী।

CFL: ইস্টবেঙ্গল-প্রাক্তনী শুভঙ্কর খেলবেন মেসার্সের হয়ে

মাঝমাঠের কথা মাথায় রেখে স্কোয়াডে থাকছেন অনিরুদ্ধ থাপা, জেকসন সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এডমন্ড লারিনডিকা, লালিয়ানজুয়ালা ছাংতে,নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেখর,লিস্টন কোলাসো, সুরেশ সিং এবং সাহাল আব্দুল সামাদ। একইভাবে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য অধিনায়ক সুনীল ছেত্রীর পাশাপাশি এই স্কোয়াডে রাখা হয়েছে তরুণ ফুটবলার ডেভিড লালাসাঙ্গাকে। এছাড়াও থাকছেন রহিম আলী, মনবীর সিং এবং বিক্রমপ্রতাপ সিংয়ের মতো ফুটবলার।

উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে নিজেদের টিকিয়ে রাখতে হলে আসন্ন দুইটি ম্যাচে কুয়েত এবং কাতারের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে হবে ব্লু টাইগার্সদের। সেজন্য, নিজেদের সেরাটা উজাড় করে দলের জয় সুনিশ্চিত করাই একমাত্র লক্ষ্য সকলের।