কাজ করতে শুরু করে দিয়েছে দেস বাকিংহ্যামের (Des Buckingham) মগজের অস্ত্রে। লীগ ক্রম তালিকার সেরা দলকে রুখে দিলেন তিনি। আন্ডারডগ হিসেবে শুরু করা অক্সফোর্ড ইউনাইটেড এফসি পয়েন্ট পেল লীগ টপারদের বিরুদ্ধে।
বুধবার অক্সফোর্ড ইউনাইটেড এফসি মুখোমুখি হয়েছিল বল্টন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে। বল্টন ওয়ান্ডারার্স ইংল্যান্ডে এক সময় খুব নাম করেছিল। এখন অবশ্য সেই দিন আর নেই। ইংল্যান্ডের নিচের দিকের ডিভিশনে খেলে দল। তবে অক্সফোর্ড ইউনাইটেড এফসির তুলনায় খাতায় কলমে ওয়ান্ডারার্স অনেকটা এগিয়ে ছিল। তবুও ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে দেস বাকিংহ্যামের অক্সফোর্ড ইউনাইটেড এফসি। গোলশূন্য ভাবে শেষ হয়েছে ম্যাচ। গোল হজম না করে পয়েন্ট পাওয়ায় খুশি অক্সফোর্ড ইউনাইটেড এফসি।
🤝 The points are shared in OX4
🟡🔵 #OUFC | FT: 0 – 0 pic.twitter.com/nAUzTxiRMZ
— Oxford United FC (@OUFCOfficial) November 28, 2023
ম্যাচের পর দেস বলেছেন, “সংবদ্ধভাবে আমরা খেলার চেষ্টা করেছিলাম। দুই দলই আজকের ম্যাচের থেকে পয়েন্ট পাওয়ার চেষ্টা করেছিল। আমরাও কয়েকটা ক্ষেত্রে গোল করতে পারতাম। যাইহোক, মনে হয় এটাই সঠিক ফলাফল।”
Des Buckingham reflects on his side's performance against Bolton Wanderers this evening 🎙️
Watch the full interview on iFollow 📺
🟡🔵 #OUFC | #COYY pic.twitter.com/EJxrXg2OC5
— Oxford United FC (@OUFCOfficial) November 28, 2023