আগামী জানুয়ারি মাসে উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকে এখন ভালো বিদেশি দলে তুলে নেওয়াটাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। তবে লাল হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইন চাইছেন ইতিমধ্যে ভারতীয় ফুটবলে খেলার অভিজ্ঞতা থাকা পরিচিত মুখেদের দলে নিতে, এটা ভারতীয় এবং বিদেশি ফুটবলার, দুই ক্ষেত্রেই প্রযোজ্য।
অনেকটা সেই চিন্তা ভাবনা থেকেই পিটার হার্টলেকে দলে তুলে নিতে চাইছে লাল হলুদ ব্রিগেড। দলের রক্ষণ ভাগকে পোক্ত করতে ইন্ডিয়ান সুপার লিগে খেলা পোড়খাওয়া এই বিদেশি ফুটবলার কে দলে চাইছে ইস্টবেঙ্গলের কোন স্টিফেন কনস্টানটাইন।তাই টিম ম্যানেজমেন্ট এখন হার্টলেকে দলে পেতে আগ্রহী।
অবশ্য পিটার হার্টলে কে দলে পেতে খুব বিশেষ একটা বেগ পেতে হবে না ইস্টবেঙ্গল’কে। অন্তত তার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখলে।তার অন্যতম কারণ হার্টলের সাম্প্রতিক তম ফর্ম।চলতি মরশুমে জামশেদপুর এফসির হয়ে একেবারেই ভালো খেলতে পারছেন না তিনি।বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিলে দশ নম্বর স্থানে আছে এই দল। তাই পিটার হার্টলের জামশেদপুর এফসি থেকে বিদায় যে একেবারে নিশ্চিত, সেটা বলা যায়।আর এই সুযোগ টাকেই এবার কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল।
তবে এক্ষেত্রে লাল হলুদ সমর্থকদের চোখ রাঙানির মাঝে পড়ার সম্ভাবনা আছে ইস্টবেঙ্গলের। তার কারণ পিটার হার্টলের প্রতি ক্ষোভ আছে ইস্টবেঙ্গলের সমর্থকদের। গত বছর ইন্ডিয়ান সুপার লিগের খেলা চলাকালীন ঘটনা।সেই সময় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হার্টলে ঘুষি মেরেছিলেন ইস্টবেঙ্গলের পতাকায়।হার্টলের এহেন কীর্তির পর অধিকাংশ ইস্টবেঙ্গলের সমর্থকরা পছন্দ করেনা তাকে।এবার ক্লাবকে অপমান করা ফুটবলার কে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।