তৃণমূলের জনসভার দিন ইস্টবেঙ্গল (East Bengal)-মোহনবাগান (Mohun Bagan Super Giant) ম্যাচ (Derby Match)। ১০ মার্চের আইএসএল (ISL) ডার্বির ভবিষ্যৎ কী সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। বড় ম্যাচের টিকিটের ব্যাপারেও এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এমতাবস্থায় মনে করা হচ্ছে সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দশ তারখের ডার্বি নিয়ে তৈরি হয়েছে জট। ম্যাচ পিছিয়ে দেওয়া হতে পারে, সোশ্যাল মিডিয়ায় এমন দাবিও কেউ কেউ করতে শুরু করেছেন। কিন্তু ম্যাচ পিছিয়ে দেওয়ার ব্যাপারে কোনও পক্ষ থেকেই এখনও কিছু জানানো হয়নি। ফলত এই মুহুর্তে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ পিছিয়ে দেওয়া বা বাতিল করার দাবির মধ্যে কোনও সত্যতা নেই।
সম্প্রতি শোনা যাচ্ছে, সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চাইতে পারেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। ডার্বি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে ম্যাচের সঙ্গে যুক্ত প্রত্যেকেই ভাবনা চিন্তা করছেন বলেও শোনা গিয়েছিল। পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে সমাধান সুত্র বের করার চেষ্টা চালাচ্ছে বলে খবর। ইন্ডিয়ান সুপার লীগের আয়োজক আরএফডিএল, ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকেও জট ছাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তবে সমাধান সূত্র আপাতত অধরা বলে মনে করা হচ্ছে।
🚨🥇Emami East Bengal officials are currently thinking of contacting CM, Mamata Banerjee to resolve the Derby date issue
—@SubhajitM24 pic.twitter.com/UGISyEMo6J
— Mohun Bagan Hub (@MohunBaganHub) March 1, 2024
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, আসন্ন কলকাতা ডার্বি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ম্যাচটি যে হবেই, সেটা এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় কিছু পেজ থেকে দাবি করা হচ্ছে, ডার্বির টিকিট ছাপানোর ব্যাপারে ইমামির পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও নির্দেশ দেওয়া হয়নি।
খেলার মাঠের সমস্যা সমাধানে একাধিকবার এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান সুপার লিগ খেলার ব্যাপারে ইস্টবেঙ্গলকে তিনি একাধিকবার সাহায্য করেছেন। এবারেও মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করলে কলকাতা ময়দানের ক্রীড়া প্রেমীরা অনেক হবেন না নিশ্চয়ই।