Club Licensing Process: ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় এবার বড়সড় ছাড় দুই প্রধানের

AIFF starts Club Licensing process

Club Licensing Process: এবার বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল ফেডারেশন। ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মহামেডান স্পোর্টিং ক্লাব সহ হিরো আইলিগ ও হিরো আইএসএলের মোট ৯ টি ক্লাবকে দেওয়া হল বিশেষ সুবিধা। এক্ষেত্রে হিরো ইন্ডিয়ান সুপার লিগ থেকে রয়েছে হায়দরাবাদ এফসি, ইমামি ইস্টবেঙ্গল ও নর্থইস্ট ইউনাইটেডের মতো ক্লাব।

Advertisements

অন্যদিকে আইলিগের মতো টুর্নামেন্টে থেকে এই বিশেষ সুবিধা পেল যথাক্রমে আইজল এফসি, শ্রীনিধি ডেকান, রিয়াল কাশ্মীর, চার্চিল ব্রাদার্স, গোকুলাম কেরালা এফসি ও কলকাতার এক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব।

   

গতকাল রাতে এই লাইসেন্সিং প্রক্রিয়ার প্রসঙ্গে বিশেষ বৈঠকের আয়োজন করা হয় গির্জা মুঙ্গালির নেতৃত্বে। সেখান থেকেই বৈঠক শেষে ঠিক হয় যে হিরো আইএসএলের মোট তিনটি ক্লাব কে প্রিমিয়ার ১ লাইসেন্সিংয়ের জন্য ও হিরো আইলিগের মোট ছয়টি ফুটবল ক্লাবের প্রিমিয়ার ২ লাইসেন্সিংয়ের জন্য যে আবেদন জমা করা হয়েছিল তা মঞ্জুর করা হবে। তবে সেখানেই শেষ নয়। এবার এক নয়া সমস্যা দেখা দিয়েছে কলকাতার আরেক প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস দলের। আসলে প্রিমিয়ার ১ লাইসেন্সিংয়ের ক্ষেত্রে অনেক আগে ছাড়পত্র মিললেও নিয়মাবলী মানার ক্ষেত্রে দেখা দিয়েছে একাধিক সমস্যা।

Advertisements

যতদূর জানা গিয়েছে, প্রিমিয়ার ১ লাইসেন্সিংয়ের ক্ষেত্রে ছাড়পত্র আসলেও তার অন্তর্ভুক্ত বি নিয়মাবলী গুলি পূরন করতে অক্ষম থেকেছে সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান সুপারজায়ান্টস। তবে শুধু এই ক্লাব ই নয়। একই সমস্যা দেখা দিয়েছে আরও দুই আইএসএল জয়ী ক্লাবের। যাদের মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি ও মুম্বাই সিটি এফসি। সেইসাথে রয়েছে জামশেদপুর ও এফসি গোয়ার মতো দল। বর্তমানে তাদের জন্য বিশেষ জরিমানার কথা ভাবা হচ্ছে কমিটির তরফ থেকে।