এবছর ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। মরশুম শেষে ঘরে ট্রফি আসায় স্বাভাবিকভাবেই খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। কিন্তু অল্পের জন্য হাতছাড়া হয়েছে টুর্নামেন্টে লিগশিল্ড। যারফলে, নয়া সিজনে আর আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া হবে না এই ফুটবল ক্লাবের।
সেজন্য, নতুন মরশুমের কথা মাথায় রেখে আরো শক্তিশালী দল গঠনে মরিয়া সিটি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নিজেদের দলের কিরগঘিজ কোচ পেট্রো ক্র্যাটকির উপরেই আস্থা রেখেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। মূলত তার নির্দেশ মেনেই এবার নতুন করে দল সাজাচ্ছে এই শক্তিশালী ক্লাব।
তাই পেরেইরা দিয়াজ থেকে শুরু করে অধিনায়ক রাহুল ভেকের পাশাপাশি আরও একাধিক ফুটবলারদের দল থেকে বিদায় জানিয়েছে মুম্বাই। গত কয়েকদিন আগেই ক্লাবের তরফ থেকে সরকারি ভাবে জানানো হয় সেই কথা। ভোজটাস থেকে শুরু করে গোলরক্ষক মহম্মদ নাওয়াজের মত ফুটবলারদেরও আর রাখা হয়নি ক্লাবে।
বর্তমানে তাদের সাথে কথাবার্তা শুরু করেছে টুর্নামেন্টের অন্যান্য ফুটবল ক্লাবগুলি। তবে শুধু খেলোয়াড় রিলিজ করাই নয়। নতুন ফুটবলারদের সাইন করানোর কথাও ঘোষণা করা শুরু করেছে এবারের আইএসএল জয়ীরা। যাদের মধ্যে গত কয়েকদিন আগেই জানানো হয়েছে ব্র্যান্ডন ফার্নান্ডেসের নাম।
তবে শুধু ফুটবলার নয়। দলের নতুন সহকারি কোচ নিয়োগের ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে সিটি ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, নতুন মরশুমের জন্য মুম্বাইয়ের সহকারী কোচের দায়িত্ব পেতে চলেছেন ক্লিফোর্ড মিরান্ডা। পূর্বে মোহনবাগান সুপারজায়ান্টস দলের দায়িত্বে ছিলেন তিনি। কাজ করেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে। জিতেছেন শিল্ড। কিন্তু মরশুম শেষেই উঠে আসে তার দল ছাড়ার কথা।
তখন শোনা গিয়েছিল আইলিগে কোচিং করানোর প্রস্তাব রয়েছে তার কাছে। কিন্তু কোন ক্লাবের তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, সেই সম্পর্কিত কোনো কিছুই জানা যায়নি। এবার যা খবর মুম্বাই দলের কোচ পেট্রো ক্র্যাটকির সঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এই ভারতীয়।