East Bengal : জয়ের সরনীতে লাল-হলুদ, জোড়া লাল কার্ড হায়দরাবাদের

Cleiton Silva

তিন ম্যাচ পর আইএসএলে (Indian Super League) ফের জয় পেল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আজ অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) মুখোমুখি হয়েছিল কুয়াদ্রাতের ছেলেরা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল লাল-হলুদ ব্রিগেড। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)। বলতে গেলে ইন্ডিয়ান সুপার লিগে তার হাত ধরেই ফের জয়ের মুখ দেখল এবারের সুপার কাপ চ্যাম্পিয়নরা।‌ অন্যদিকে, বহু চেষ্টা করেও ঘরের মাঠে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ থাকল মাখন চোটেরা। এই ম্যাচে জয় পাওয়ার দরুন চেন্নাইন এফসিকে পিছনে ফেলে লিগ টেবিলের আট নম্বরে উঠে আসল ইস্টবেঙ্গল। সেইসঙ্গে জিইয়ে থাকল তাদের শেষ ছয়ের আশা। 

Advertisements

উল্লেখ্য, আজ ম্যাচের প্রথম থেকেই আক্রমণের প্রবল তেজ থেকেছে লাল-হলুদ ব্রিগেডের। ঘনঘন আক্রমণে কার্যত দিশেহারা হওয়ার মতো পরিস্থিতি ছিল প্রতিপক্ষ দলের ফুটবলারদের। তবুও ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ক্লেটন সিলভা। প্রথমার্ধের শেষে তার গোলেই এগিয়ে ছিল দল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমন শানাতে ভোলেনি হায়দরাবাদ। তবে লাল-হলুদ ফুটবলারদের আটকাতে গিয়ে জোড়া লাল কার্ড দেখতে হয় তাদের। মাঠের বাইরে চলে যেতে হয় সাজি ও জোয়া ভিক্টরকে। সেজন্য, লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়তে হয়েছিল হায়দরাবাদ দলকে। ম্যাচ শেষে ক্লেটন সিলভা জোড়ালো ফ্রি-কিক নিলেও আর গোলের দেখা মেলেনি।

Advertisements

আগামী ২২ তারিখ তাদের খেলতে হবে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে। সেই ম্যাচ জিতলে আরও কিছুটা এগিয়ে যাবে কলকাতা ময়দানের এই প্রধান। তবে সেই ম্যাচ যে মোটেও সহজ হবে না তা কিন্তু বলাই চলে। তবুও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার পরিকল্পনা থাকবে দলের ফুটবলারদের।