East Bengal: পার্থক্য কতটা? ক্লেইটন করেছিলেন ১২ গোল, দিমির ১৩

দিমিত্রিয়স দিয়ামানতাকসকে নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। পরের মরসুমে লাল হলুদ জার্সি পরে খেলবেন গোল্ডেন বুট জয়ী ফুটবলার। ১৩ গোল করে ইন্ডিয়ান সুপার লিগ…

East Bengal

দিমিত্রিয়স দিয়ামানতাকসকে নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। পরের মরসুমে লাল হলুদ জার্সি পরে খেলবেন গোল্ডেন বুট জয়ী ফুটবলার। ১৩ গোল করে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ এর সেরা গোলদাতা হয়েছিলেন তিনি। এমন এক ফুটবলারকে কর্তারা নিশ্চিত করায় স্বভাবতই ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি। কেউ কেউ বলছেন এটাই আইএসএল-এ যোগ দেওয়ার পর এটাই ইস্টবেঙ্গলের সেরা সই। সত্যি কি সেরা? দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান।

ক্লেইটন সিলভা (Cleiton Silva)-র পারফরম্যান্স স্ট্যাট:

   

Mohun Bagan-জল্পনায় দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার! জেনে নিন তাঁর পরিচয়

২০২২-২৩ মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে করেছিলেন ১২ গোল। একটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছিলেন। ওই মরসুমে ৮১ শতাংশ নিখুঁত পাস বাড়িয়েছিলেন। ২০ টি সুযোগ তৈরি করেছিলেন। ২৫টি শট রেখেছিলেন অন টার্গেট। গোল কর্নভার্সন রেট ২৬.৬৭। ২০২১-২২ মরসুমে করেছিলেন ৯ টি গোল। করিয়েছিলেন ৩ টি গোল। ২০টা শট রেখেছিলেন টার্গেটে। গোল কর্নভার্সন রেট ছিল ২৩.৬৮। ২০২৩ মরসুমে ক্লেইটন সিলভা করেছিলেন ৮ গোল। অ্যাসিস্ট ৩ টি।

দিমিত্রিয়স দিয়ামানতাকসের (Dimitrios Diamantakos) পারফরম্যান্স স্ট্যাট:

East Bengal: প্রায় তৈরি ইস্টবেঙ্গলের আক্রমণভাগ, বাকি রইল দু’টো কাজ

২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলস্কোরারের সম্মান পেয়েছেন তিনি। এই মরসুমে ১৭ ম্যাচে করেছেন ১৩ গোল। তিনটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছেন। পাসিং অ্যাকিউরেসি ৭৩ শতাংশ। ২৪ টি সুযোগ তৈরি করেছিলেন ২৩ টি শট রেখেছিলেন অন টার্গেট। গোল কর্নভার্সন রেট ৪০.৬২। ২০২২-২৩ মরসুমে করেছিলেন ১০ গোল, অ্যাসিস্ট ৩ টি। ২২ টি শট রেখেছিলেন অন টার্গেট। গোল কর্নভার্সন রেট ছিল ২৭.৭৮।