ডুরান্ড কাপের (Durand Cup) ১৩৪তম আসরে প্রথমবার অংশগ্রহণ করেই নজর কাড়ছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী মহামেডানের বিরুদ্ধে নাটকীয় জয় দিয়ে ডুরান্ডে অভিযান শুরু। এবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বিএসএফের (BSF)বিরুদ্ধে ৮-১ গোলের দুর্ধর্ষ জয় তুলে নিল কিবু বিকুনার শিষ্যরা। এদিনের জয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’ র শীর্ষে উঠে এসেছে গত মরসুমের আই-লিগ ২ চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই ডায়মন্ড হারবার বুঝিয়ে দেয় তিন পয়েন্টের জন্য কতটা মরিয়া। ম্যাচের প্রথম মিনিটেই জবি জাস্টিনের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভেইরা। এরপর ৭ মিনিটে গোলদাতার ভূমিকায় নামেন স্লোভেনিয়ান ফরোয়ার্ড লুকা মাজসেন। ক্লেটনের বক্সের মধ্যে গোলমেলে পরিস্থিতি থেকে বল পেয়ে জালে জড়ান লুকা। স্কোরলাইন হয় ২-০।
৩৫ মিনিটে গিরিকের পাস থেকে আরও একটি দুর্দান্ত ফিনিশিং করেন ক্লেটন, ব্যবধান বাড়ে ৩-০। এরপর ৩৯ মিনিটে লুকা মাজসেন নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন ক্লেটনের লম্বা থ্রু পাস থেকে। বিরতিতে যাওয়ার আগেই ৪-০ গোলের বিশাল লিড নিয়ে মাঠ ছাড়ে ডায়মন্ড হারবার।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের ধার আরও বাড়িয়ে তোলে কিবু বিকুনার দল। ৫৩ মিনিটে পল রামফাংজাউভা গোল করে করেন স্কোর ৫-০। ৬৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন জবি জাস্টিন। স্কোরলাইন দাঁড়ায় ৬-০।
৭১ মিনিটে কর্নার থেকে প্রতিপক্ষের ভুল ক্লিয়ারেন্সে বল পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্লেটন সিলভেইরা। ম্যাচের অতিরিক্ত সময়ে রামবিনথারার ব্যাকপাস থেকে নিজের চতুর্থ গোল করে দলকে ৮-১ ব্যবধানে জয় এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
বিএসএফ এফসির একমাত্র গোলটি আসে ম্যাচের ৯০তম মিনিটে। হারমন্দীপ সিংয়ের পাস থেকে কিশোরি গোল করেন। তবে তা কেবলই সান্ত্বনার গোল হয়ে থেকে যায়। পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষ রক্ষণকে একপ্রকার অসহায় করে তোলেন ডায়মন্ড হারবারের ফরোয়ার্ডরা। এদিনের জয়ের ফলে দুটি ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। দলের অন্যতম সেরা পারফর্মার ক্লেটন সিলভেরা এই ম্যাচে চারটি গোল করে নিজের জাত চিনিয়েছেন। তার সঙ্গে লুকা মাজসেন, পল, এবং জবি জাস্টিনের পারফরম্যান্সও ছিল অনবদ্য।
প্রধান কোচ কিবু বিকুনা বলেন, “দল দুর্দান্ত খেলেছে, সবাই নিজেদের দায়িত্ব পালন করেছে। তবে সামনে আরও কঠিন ম্যাচ রয়েছে, বিশেষ করে ৯ আগস্ট মোহনবাগানের বিরুদ্ধে। সেই ম্যাচের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হবে।”
Clayton Silva Powers Diamond Harbour FC to 8-1 Win over BSF in Durand Cup ahead of Mohun Bagan SG Match