East Bengal Footballer: পঞ্জাবের বিপক্ষে ড্র করার পর ‘বিস্ফোরক’ ক্লেটন

Cleiton Silva

গতকাল নিজেদের ঘরের মাঠে আইএসএলের লাস্টবয় তথা পঞ্জাব এফসির বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করেছে লাল-হলুদ (East Bengal ) ব্রিগেডের। যারফলে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে ময়দানের এই প্রধানকে। গত ম্যাচে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স করে জয় পাওয়ার সুবাদে সেই ম্যাচে ও যথেষ্ট আত্মবিশ্বাসী মনোভাবে ম্যাচ শুরু করেছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। কিন্তু গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে খেললেও গোলের অভাব ব্যাপকভাবে চাপে ফেলে দিল তাদের।

Advertisements

সময়ে সময়ে বিপক্ষের রক্ষনভাগে ও সময় বিশেষে কাঁপুনি ধরিয়ে দিতে দেখা গিয়েছিল মহেশদের। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ করা সম্ভব হয়নি কারুর পক্ষে। এছাড়াও মাঝে একবার দলের ফুটবলারদের তরফ থেকে কিন্তু তাতে কর্নপাত করেননি ম্যাচ রেফারি। নাহলে হয়ত বদলাতে পারত ম্যাচের পরিস্থিতি। তবে পরবর্তী সময় প্রতিপক্ষ দলের অভেদ্য ডিফেন্সে সম্পূর্ণ ভোঁতা হয়ে গিয়েছিল কুয়াদ্রাতের আপফ্রন্ট।

সেই কারনে এক পয়েন্টকে নিয়েই খুশি থাকতে হল লাল-হলুদ ব্রিগেডকে। এছাড়াও চিন্তায় রাখল দলের আক্রমন বিভাগ। পঞ্জাবের মতো এবারের দুর্বল দলের বিপক্ষে গোলের মুখ খুলতে গিয়ে যেভাবে নাস্তানাবুদ হতে হয়েছে তা সহজেই চিন্তায় ফেলে দিতে পারে ম্যানেজমেন্ট। সূচী অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল তথা মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। যা নিঃসন্দেহে ব্যাপক চ্যালেঞ্জিং হতে চলেছে কলকাতার এই ফুটবল দলের পক্ষে। এএফসি চ্যাম্পিয়নস লিগের মঞ্চে রনবীর কাপুরের এই ফুটবল দল খুব একটা সফল না হলেও আইএসএলে যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম রাহুল ব্রিগেড। তাই এই ম্যাচ যে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে তা বলার অপেক্ষা রাখে না।

Advertisements

অন্যদিকে সেই ম্যাচে জয় না পাওয়ায় কিছুটা হতাশ লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। আসলে গত ম্যাচে দাপুটে পারফরম্যান্স করে জয় পাওয়ার পর এবারের এই ড্র কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তবে তলানিতে বহুদিন থাকার পর বর্তমানে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে আসতে পেরে কিছুটা হলেও ইতিবাচক তিনি। ক্লেটনের কথায়, নিজেদের ভুল ভ্রান্তি শুধরে নিয়ে ধীরে ধীরে আইএসএলের পয়েন্ট তালিকায় ভালো স্থানে উঠে আসাই অন্যতম লক্ষ্য আমাদের সকলের।