ডুরান্ড ফাইনালের পর নেট মাধ্যমে আবেগপ্রবণ ক্লেটন, কী লিখলেন?

সাফল্যের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। তৃতীয় ডিভিশনের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন আই লিগ ও জয় করেছিল বাংলার এই…

Clayton da Silva

সাফল্যের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। তৃতীয় ডিভিশনের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন আই লিগ ও জয় করেছিল বাংলার এই শক্তিশালী ফুটবল দল। সেই সুবাদে এবার প্রথম ডিভিশন আই লিগ খেলার ছাড়পত্র সংগ্রহ করে ফেলেছে কিবু ভিকুনার ছেলেরা। এক কথায় যা বিরাট পাওনা। তবে সেই টুর্নামেন্ট শুরু করার আগেই এই প্রথমবারের জন্য ডুরান্ড কাপ খেলতে এসেছিল ডায়মন্ড হারবার এফসি। যেখানে প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল নরহরি শ্রেষ্ঠারা। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল বিএসএফ দলকে।

তারপর গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হওয়ার পর পরবর্তী রাউন্ডে যাওয়া নিয়ে কার্যত অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছিল এই ফুটবল ক্লাব। তারপর স্টিফেন ডায়াসের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সেমিতে স্থান করে নিয়েছিল লুকা মাজসেনরা। যেখানে অবিশ্বাস্যভাবে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করেছিল ডায়মন্ড হারবার। যারফলে রাজস্থান করে নিয়েছিল ট্রফি নির্ণায়ক ফাইনালে। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল নর্থইস্ট ইউনাইটেড।

   

সম্পূর্ণ সময়ের শেষে পাঁচ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। সেই নিয়ে যথেষ্ট হতাশ দলের ফুটবলাররা। তবে প্রথমবার হে টুর্নামেন্ট খেলতে এসে ফাইনালিস্ট হওয়া নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য। সেই নিয়েই এবার নিজের সোশ্যাল সাইট থেকে আবেগঘন পোস্ট করলেন ডায়মন্ড হারবার এফসির ব্রাজিলিয়ান তারকা ক্লেটন দা সিলভা (Clayton da Silva)। উল্লেখ্য, চোটের কারণে গত কয়েক ম্যাচে খেলতে পারেননি এই ফুটবলার। তবে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দলের রানার্স হওয়ার প্রসঙ্গে তিনি লেখেন, ” আজ আমরা ফাইনালে হেরেছি বলে দুঃখ স্বাভাবিক, কিন্তু আমি এখানে বলতে চাই যে আমরা ডায়মন্ড হারবার এফসির কর্মী, বোর্ড এবং খেলোয়াড়দের সাথে যা গড়ে তুলছি তাতে আমি যথেষ্ট খুশি এবং গর্বিত।”

Advertisements

আরও বলেন, ” বিজয়ী এবং সাহসী ফুটবলারদের এই দলের অংশ হতে পেরে আমি সম্মানিত এবং বিশ্বাস করি যে দুর্দান্ত কিছু আসবে! প্রতিটি চ্যালেঞ্জের জন্য ঈশ্বরকে ধন্যবাদ, আজ আমি কেবল আপনাকে ধন্যবাদ জানাতে চাই। একজন বন্ধু আমাকে সবসময় বলত: আমি কখনও হারিনি, আমি সর্বদা শিখেছি।” তাঁর এমন মন্তব্য নিঃসন্দেহে খুশি করেছে সকলকে।