একটা সময় ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন রেনেডি সিং (Renedy Singh)। একটা সময় টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে পেশেদার ফুটবলে আত্মপ্রকাশ ঘটেছিল মনিপুরের এই মিডফিল্ডারের। পরবর্তীতে যোগদান করেছিলেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলে। সেখান থেকেই পরবর্তীতে মোহনবাগান হয়ে এভারেডি এফসি থেকে শুরু করে শিলং লাজংয়ের হয়ে আইলিগ খেলেছিলেন এই ফুটবলার। তারপর গত ২০১৪-২০১৫ মরসুমে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের মধ্যে দিয়ে ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ারে ইতি টেনেছিলেন তিনি।
পরবর্তী সময় থেকেই ফুটবলের অন্যান্য দায়িত্বে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে আসছেন রেনেডি সিং। একটা সময় মানালো দিয়াজের অনুপস্থিতিতে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গলের দায়িত্ব ও পালন করে এসেছেন এই ভারতীয়। পরবর্তীতে বেঙ্গালুরু এফসির হেড কোচ তথা জেরার্ড জারাগোজার সহকারী কোচ হিসেবে যোগদান করেছিলেন রেনেডি সিং। তবে গত কয়েকদিন আগেই তাঁকে নতুন দায়িত্ব দিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সেই অনুযায়ী এবার থেকে কর্নাটকের এই ফুটবল ক্লাবের রিজার্ভ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা।
পূর্বে এই পদে আসীন ছিলেন বিবিয়ানো ফার্নান্দেজ। কিন্তু এখন ভারতের অনূর্ধ্ব ১৭ দলের দায়িত্ব পালন করছেন তিনি। সবদিক মাথায় রেখেই এবার রেনেডির উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। তাঁর আগে দেশের অন্যতম সক্রিয় ফুটবল প্রতিষ্ঠান তথা ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ও দায়িত্ব পালন করেছেন রেনেডি সিং। তাঁর সক্রিয়তায় যুব প্রতিভাকে তুলে ধরার ক্ষেত্রে যথেষ্ট অগ্ৰণী ভূমিকা পালন করেছিল এই ফুটবল দল। তবে এবার নতুন দায়িত্ব পাওয়ার দরুন তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সমস্ত কিছুর জন্য এবার ধন্যবাদ জানাল ক্লাসিক ফুটবল অ্যাকাডেমি।
বেশকিছু ঘন্টা আগে সোশ্যাল সাইটে রেনেডি সিংয়ের ছবি আপলোড করে তাঁদের তরফে লেখা হয়, ” ক্লাসিক ফুটবল একাডেমি নিশ্চিত করেছে যে রেনেডি সিং আর আমাদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন না।
তিনি একাডেমিতে যে অভিজ্ঞতা, নির্দেশনা এবং নেতৃত্ব এনেছেন তাঁর জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। তাঁর উপস্থিতি আমাদের খেলোয়াড়দের উপর এবং একটি ক্লাব হিসেবে আমাদের দর্শনের উপর একটি স্থায়ী ছাপ রেখে গেছে। বেঙ্গালুরুর সাথে তিনি পরবর্তী পদক্ষেপ নেওয়ার সাথে সাথে, আমরা তাঁর আগামী যাত্রার জন্য শুভেচ্ছা জানাই।”