ডার্বি শেষে হাতাহাতি দুই প্রধানের সমর্থকদের, মাঠের লড়াই কেন মাঠের বাইরে?

গোটা বিশ্বের ক্লাব ফুটবলের ক্ষেত্রে সর্বদাই গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে থাকে ডার্বি (Kolkata Derby) ম্যাচ। ভারতে এক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের লড়াই। যেটি…

Clashes Between East Bengal and Mohun Bagan Fans

গোটা বিশ্বের ক্লাব ফুটবলের ক্ষেত্রে সর্বদাই গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে থাকে ডার্বি (Kolkata Derby) ম্যাচ। ভারতে এক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের লড়াই। যেটি কলকাতা ডার্বি নামেই পরিচিত। দেশের সীমানা অতিক্রম করে সমগ্র এশিয়া মহাদেশে ও ব্যাপক পরিচিত এই মোহন-ইস্টের খেলা। দশকের পর দশক ধরে বাঙালির ফুটবলের জাদু দেখে আসছে গোটা বিশ্ব। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডার্বি ম্যাচ। যেখানে আত্মপ্রকাশ করে দেশের একের পর এক প্রতিভাবান ফুটবলার। তাই এই ম্যাচের দিকে নজর থাকে গোটা দেশবাসীর। ‌

সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট গুলিতে মোহন-ইস্টের অংশগ্রহণ এক আলাদা মাত্রা যোগ করে থাকে। সময়ের সাথে প্রযুক্তির উন্নতি ঘটেছে ব্যাপকভাবে। ‌ বর্তমানে টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নজর রাখা যায় এই ঐতিহ্যবাহী ম্যাচের দিকে। তবুও দুই প্রধানের ম্যাচ থাকলে আজও প্রায় লাখ সমর্থকে ভরে ওঠে সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম।

   

কলকাতা লিগ থেকে শুরু করে আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, সুপার কাপ, আইলিগ কিংবা আইএসএল। কলকাতা ময়দানের এই দুই প্রধানের সম্মুখীন যেন এক বিরাট বড় লড়াই। নব্বই মিনিটের লড়াই। সাফল্য পাওয়ার পাশাপাশি জয় পরাজয়ের পাল্লা নিয়ে যুগ যুগ ধরে এগিয়ে চলেছে বাঙালির ডার্বি উৎসব। কিন্তু পুরনো সময় থেকে এখনো বদলায়নি দুই প্রধানের সমর্থকদের হিংসাত্মক মনোভাব। যারফলে বারংবার রক্তের দাগ লেগেছে এই ডার্বি ম্যাচে।

বারংবার দুই দলের সমর্থকরা মাঠের লড়াই মাঠে শেষ করার প্রতিজ্ঞা করলেও তা বাস্তব রূপ এখনো সেভাবে দেখা যায়নি। হাতে গোনা কিছু ক্ষেত্রে সম্প্রীতির ছোঁয়া মিললে ও অধিকাংশ ক্ষেত্রেই হিংসাত্মক মেজাজে দেখা গিয়েছে দুই প্রধানের সমর্থকদের। লাল-হলুদ হোক কিংবা সবুজ-মেরুন, দিনের শেষে সকলেই ফুটবলপ্রেমী। তবুও প্রথা মেনে ম্যাচের শেষে প্রতিপক্ষ দলের সমর্থকদের দিকে চড়াও হওয়ার রেওয়াজ থেকে গিয়েছে ব্যাপকভাবে।

শনিবারের ডার্বি ম্যাচেও তার অন্যথা হয়নি। ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় সল্টলেক স্টেডিয়াম মেট্রো চত্বরে হাতাহাতিতে জড়িয়েছে দুই দলের সমর্থকরা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। শুধুমাত্র স্টেডিয়াম নয়। বাইপাস হোক কিংবা অন্যত্র। ডার্বি পরবর্তী হিংসা দেখা গিয়েছে ব্যাপকভাবে। কবে শেষ হবে এই লড়াই ? যার উত্তর হয়তো কারুর জানা নেই।