আইপিএল (IPL) -এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। যদিও দ্বিতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে হেরেছে নাইট ব্রিগেড। এরি মধ্যে কেকেআর-এর বিরুদ্ধে উঠল কুলদীপকে মানসিক অত্যাচার করার কথা। কুলদীপ প্রসঙ্গে সরাসরি কেকেআর-কে এক হাত নিয়েছেন মহম্মদ কাইফ। কেকেআর ওকে ঠিক মতো ব্যবহারই করেননি।
কুলদীপ গত কয়েক মরশুমে কলকাতা নাইট রাইডার্সে কার্যত ব্রাত্য হয়ে উঠেছিলেন। গতবার তো একটিও ম্যাচে খেলানো হয়নি তাঁকে। শেষ পর্যন্ত চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। বরুণ চক্রবর্তীর উত্থানে যেন কেকেআর-এ পাকাপাকি ভাবে জায়গা হারিয়েছিলেন কুলদীপ। কুলদীপের বদলে সুনীল নারিনের সঙ্গে স্পিনিং পার্টনার হিসাবে নিয়মিত হয়ে ওঠেন বরুণ চক্রবর্তী।
“কুলদীপ যাদব একজন ম্যাচ উইনার। তবে ওকে ঠিকমত ব্যবহারও করতে হবে। ওকে সেভাবে সুযোগ না দেওয়া হলে অথবা বাদ দিলে, ও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। দীনেশ কার্তিক এবং ইয়ন মর্গ্যান কেকেআরে ক্যাপ্টেন থাকাকালীন ওর সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, তা মোটেই প্রত্যাশিত নয়। ম্যাচের পর ম্যাচ স্কোয়াডে নয়, বাড়িতে বসতে বাধ্য করা হয়েছে। এরকম ব্যবহার করা হলে, যে কোনও ম্যাচ উইনার চাপে পড়বেই।”-এমনটাই জানান কাইফ।
মহম্মদ কাইফ জানিয়েছেন কেকেআর ম্যানেজমেন্ট কুলদীপের সঙ্গে জঘন্য ব্যবহার করেছিল। একজন ক্রিকেটারের যোগ্য সম্মান দেয়নি। নাইট রাইডার্স দলের কর্তাদের প্রথমে ক্রিকেটারদের সম্মান করতে শেখা উচিত জানিয়েছেন কাইফ।