বিতর্কের অবসান, মুম্বাই দল থেকে সরছে সিটি ফুটবল গ্ৰুপ

Mumbai City FC Retains Tiri, Toral, Ortiz for 2025-26 ISL Season
Mumbai City FC Retains Tiri, Toral, Ortiz for 2025-26 ISL Season

গত ফুটবল সিজনটা খুব একটা ভালো ছিল না মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে আইএসএল শুরু করার পর দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া ছিল এই ফুটবল দল। কিন্তু সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় ছিল না বেশি ম্যাচ। সময়ের সাথে সাথেই আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল আইএসএল জয়ীদের। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।

Advertisements

তবে দ্বিতীয় লেগে একের পর এক ফুটবল দলকে ধরাশায়ী করে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছিলেন পেট্র ক্র্যাটকি। তারপর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। আগের ম্যাচে তাঁদের বিপক্ষে জয় আসায় স্বাভাবিকভাবেই ব্যাপক আত্মবিশ্বাসী ছিলেন লালিয়ানজুয়ালা ছাংতেরা। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাঁচটি গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দেশের বানিজ্য নগরীর এই দল। তারপর সেবার কলিঙ্গ সুপার কাপে ও খুব একটা সুবিধা করতে পারেনি দল।

   

ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। সেই সব কিছু ভুলে এবারের নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ছিল তিরিদের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে দল অংশ না নিলেও গোয়ার বুকে আয়োজিত এবারের সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য পাওয়ার টার্গেট ছিল পেট্র ক্র্যাটকিদের। সেইমতো প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। কিন্তু আটকে যেতে হয় সেমিফাইনালে। সেখানে পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে। তারপর থেকেই ছুটিতে দলের ফুটবলাররা। আসন্ন ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য সকলের।

তবে এসবের মাঝেই বারংবার উঠে আসতে শুরু করেছিল সিটি গ্ৰুপের কথা। গত আগস্ট মাস থেকেই শোনা যাচ্ছিল যে এবার হয়তো মুম্বাই সিটি এফসির দায়িত্ব থেকে সরে দাঁড়াবে সিটি গ্ৰুপ। সেই সময় তেমন কিছু না জানা গেলেও। এবার তাতেই পড়ল শীলমোহর।
এক কথায় যা বিরাট বড় ধাক্কা হতে পারে মুম্বাইয়ের ফুটবলপ্রেমীদের কাছে। আজ বিকেলে সামনে এসেছে এই তথ্য। শোনা যাচ্ছে ইতিমধ্যেই সেই বিষয়টি ফেডারেশনের কাছে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements