Christiano ronaldo: সম্ভাবনা সত্যি করে কোন ক্লাবে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো? জেনে নিন

Christiano ronaldo joins al naser club of arab

সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Christiano ronaldo)। ২০২৫ পর্যন্ত তাঁর চুক্তি এই নতুন ক্লাবে। জল্পনা ছড়িয়েছিল যে তিনি নাকি ফের রিয়ালে ফিরবেন। সে সব হয়নি। আর এক সম্ভাবনা ছিল এই আল নাসের ক্লাবে যোগ দেওয়ার। সেটাই হল। ম্যানচেস্টার ইউনাইটেড পর্ব শেষ হয় বিশ্বকাপের আগেই। বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হতেই শুরু হয় নতুন পথে চলার কাজ। রিয়ালে প্র্যাকটিস করেই যাত্রা আরবে।

রোনাল্ডো আজীবন পর্তুগালের ‘ওয়ান ম্যান আর্মি’। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড থেকে স্পেন সারা বিশ্বে সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার তাঁকে অনুসরণ করে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যার ধারেকাছেও নেই মেসি – নেইমারদের মতো তারকার।

   

কতশত রাত আনন্দে ভাসিয়েছেন আমাদের তা আমরা ভালো করেই জানি। ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে মাদ্রিদে এলেন, এখানে এসে চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি ওর সবকিছুই জিতলেন। পর্তুগাল টিমে বরাবরই একাই লড়াই করেছেন, তাঁকে সহযোগিতা করার মতো তারকা পর্তুগাল দলে কখনওই ছিল না তেমন একটা।

২০২২ এর কাতার বিশ্বকাপে পর্তুগাল তাদের ফুটবল ইতিহাসের সেরা টিমই নিয়ে এসেছিল। একসঙ্গে এত পজিশনে এত তারকা এর আগে কখনওই পায়নি রোনাল্ডোর পর্তুগাল। কিন্তু যখন এত ভালো ভালো সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার দলে পেলেন, ততদিনে তিনি নিজে ক্যারিয়ারের বিদায় বেলায় এসে পড়েছেন, বয়সের ভারে পারফরম্যান্সও নুইয়ে পড়েছে। এত এত মিস ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করবেন, তা হয়তো তাঁকে যারা পছন্দ করে না, তারাও ভাবেনি।

ভায়োলিনের বিষাক্ত সুরের মতো রোনাল্ডোর বিদায়ের সুরও বেজে যায়। সব কিছুর শেষ আছে, রোনাল্ডোকেও একদিন ফুটবল ছেড়ে দিতে হবে। বড়রা বুড়ো হলে শিশুর মতো হয়ে যায়, শিশুসুলভ আচরণ করে, শিশুদের মতোই ভুল করে, রোনাল্ডোও বয়সের ভারে শিশুর মতো ভুল করে যাচ্ছেন। এটা এই বয়সে হওয়াটায় অস্বাভাবিক নয়। এখন ওনার কাছে আর আমরা আগের সেই স্পিডি, এগ্রেসিভ, ভয়ঙ্কর রোনাল্ডোকে দেখতে পাব না।

৮০০+ গোল, ৫টা চ্যাম্পিয়নস লিগ, ৫ টা ব্যালন ডির, ১টা ইউরো কাপ, ১টা ন্যাশন্স লিগ ট্রফি, ৪টি গোল্ডেন বুট, ৬০টি হ্যাট্রিকের মালিক নতুন পথে পা বাড়ালেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন