Chris Gayle : রাস্তার ধারে এক সময় সব্জি বিক্রি করতেন গেইলের মা

সর্বকালের অন্যতম ধনী ক্রিকেটার ক্রিস্টোফার হেনরি গেইল (Chris Gayle)। দেশ বিদেশের বাইজ গজে দাপিয়ে বেড়িয়েছেন। এক সময় সেই তিনিই জ্যামাইকার রাস্তার ঘুরে বেড়াতেন। গেইলের ছোটবেলা…

Chris Gayle : রাস্তার ধারে এক সময় সব্জি বিক্রি করতেন গেইলের মা

সর্বকালের অন্যতম ধনী ক্রিকেটার ক্রিস্টোফার হেনরি গেইল (Chris Gayle)। দেশ বিদেশের বাইজ গজে দাপিয়ে বেড়িয়েছেন। এক সময় সেই তিনিই জ্যামাইকার রাস্তার ঘুরে বেড়াতেন।

গেইলের ছোটবেলা কেটেছিল আর্থিক অনটনের মধ্যে। মা সব্জি বিক্রি করতেন। কিংসটনের রাস্তায় তাঁর একটি দোকান ছিল। সেখান থেকে যা আয় হতো, সেটা সংসারের কাজে লাগানো হতো। পড়াশুনায় মন ছিল না ক্রিস্টোফারের। ক্রমে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। 

যদিও ক্রিস গেইল সর্বকালের অন্যতম ধনী ক্রিকেটার, তবুও তিনি অবশ্যই মুখে রুপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেননি। গেইলের বাবা একজন পুলিশ ছিলেন এবং তার মা জ্যামাইকার কিংস্টনের একটি রাস্তার বিক্রেতা ছিলেন।

Advertisements

তরুণ গেইলের জন্য জীবন সবসময় সহজ ছিল না। স্কুলে থাকাকালীন খুব ভালো কিছু করতে পারেননি বলে জানা যায়। যাইহোক, ক্রিসের ক্রিকেট খেলার প্রতি একটি আকর্ষণ ছিল যা তাঁর দাদাকে তৈরি হয়েছিল। ক্রিসের দাদা স্থানীয় ক্রিকেটে বেশ নাম করেছিলেন।

ক্রিকেটের প্রতি গেইলের আগ্রহ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি জ্যামাইকার লুকাস ক্রিকেট ক্লাবের নার্সারিতে যোগ দেন। ক্রিস গেইল লুকাসে কাটানো সময়কে জীবনের অন্যতম অধ্যায় বলে মনে করেন। ক্রিকেট সম্পর্কে এখানেই জ্ঞান লাভ করেন তিনি। এবং সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে যদি লুকাস ক্রিকেট ক্লাব না থাকত তাহলে তিনি হয়তো জ্যামাইকার রাস্তাতেই পড়ে থাকতেন।