ধুন্ধুমার মোহনবাগান তাঁবুতে? উঠল নির্বাচনের দাবি

‘মোহনবাগান ক্লাবে (Mohun Bagan) সময়মতো নির্বাচন হোক’ এই দাবিতে শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় (AGM) গর্জন শোনা গেল সদস্যদের মধ্যে। বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ…

choas-at-mohun-bagan-club-tent

‘মোহনবাগান ক্লাবে (Mohun Bagan) সময়মতো নির্বাচন হোক’ এই দাবিতে শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় (AGM) গর্জন শোনা গেল সদস্যদের মধ্যে। বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ হবে এই বছরের ২৮ মার্চ। তাই নতুন কমিটি গঠন করার জন্য দ্রুত নির্বাচন আয়োজনের দাবি তোলেন সমর্থকদের একাংশ। এবারের বার্ষিক সভায় সেই দাবিই ছিল অন্যতম আলোচনার বিষয়।

   

সভার শুরুতে প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস বর্তমান কমিটির সচিব দেবাশিস দত্তকে উদ্দেশ্য করে নির্বাচন সময়মতো আয়োজনের দাবি তুলেন। তিনি বলেন, “২০২১ সালে অত্যন্ত দক্ষভাবে, স্বচ্ছভাবে ডিসেম্বর মাসে ইলেকশন বোর্ড গঠন করা হয়েছিল। আমার আশা ছিল, সেবার যেমন সময়মতো বোর্ড গঠন করা হয়েছিল, এবারও সেভাবেই সময়মতো নির্বাচনী বোর্ড গঠন হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আর সময়মতো নির্বাচন হওয়া সম্ভব নয়। কবে নির্বাচন হবে সেটা যেন স্পষ্ট করে দেওয়া হয়।”

সৃঞ্জয়ের এই বক্তব্যের পর অন্যান্য সমর্থকরাও উত্তেজিত হয়ে ওঠেন। তাদের মধ্যে অনেকে আবার সময়মতো নির্বাচন করার দাবি তোলেন। কিছু সময়ের জন্য ক্লাব চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লেও, বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। তবে, বেশিরভাগ সমর্থকই নির্বাচনের দ্রুত আয়োজনের পক্ষেই ছিলেন। মূলত, ২৮ মার্চের পর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে এবং নতুন কমিটি দায়িত্ব নেবে। তাই দ্রুত নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়া প্রয়োজন ছিল।

এই বিষয়ে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সৃঞ্জয় বোস বলেন, “এজিএমে সবকিছু ঠিক মতোই হয়েছে। তবে, নির্বাচন নিয়ে কিছু কথা বলেছিলাম। নানা দিক থেকে কিছু মন্তব্য এসেছে। মিটিংয়ের সভাপতি কুণাল ঘোষ জানান, দ্রুত নির্বাচন কমিটির মিটিং হবে। সচিব বলেছেন, তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন, কিন্তু ১৪ ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবেন এবং নির্বাচন নিয়ে যারা বক্তব্য রেখেছেন তাদের ডাকা হবে। আমার নামও সেই তালিকায় আছে। বাকি সবকিছু ঠিকঠাক হয়েছে।”

এই মন্তব্যে সৃঞ্জয় বোস আরও স্পষ্টভাবে জানান, “আমাদের একটাই দাবি, আগের নির্বাচন যেভাবে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছিল, এবারও সেই দ্রুততায় নির্বাচন করানো হবে।”

তবে, বর্তমান সচিব দেবাশিস দত্ত এই দাবির বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “নির্বাচন আয়োজন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। আইনজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন করানোর ব্যবস্থা করব।” তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির মধ্যে কমিটির বৈঠক হবে, সেখানে নির্বাচন সংক্রান্ত বিস্তারিত আলোচনা হবে।” যদিও, দেবাশিস দত্ত উত্তেজনা এবং হাতাহাতির ঘটনায় মুখ খোলেননি এবং পুরো পরিস্থিতি একে অন্যের মধ্যে উত্তেজনার ফল বলে মন্তব্য করেছেন।

মোহনবাগান ক্লাবে নির্বাচনের আয়োজন নিয়ে এমন উত্তেজনা প্রথমবারের মতো নয়। এর আগে, ২০১৮ সালে এবং ২০২২ সালে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ২০১৮ সালে, যখন ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র বেঁচে ছিলেন, তখনও এজিএম-এ বেনজির অশান্তি দেখা দিয়েছিল। আবার, ২০২২ সালে মোহনবাগান ক্লাব তাঁবুতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং দুই গোষ্ঠীর মধ্যে তর্ক-বিতর্ক ও শারীরিক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।

এদিনও কিছুটা তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্তের গোষ্ঠীর সদস্যরা একে অপরের দিকে চেয়ার নিয়ে তেড়ে যান বলেও অভিযোগ। এদিকে, সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং রেষারেষি চলতে থাকে। তবে, শেষে সচিব দেবাশিস দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সবমিলিয়ে, মোহনবাগানে এই বার্ষিক সভার উত্তেজনা ছিল তুঙ্গে। তবে, সৃঞ্জয় বোস পরবর্তীতে জানান যে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ক্লাবে নির্বাচনের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেই নির্বাচনের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বৈঠকে নির্বাচনের সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, বর্তমান সচিব দেবাশিস দত্ত জানিয়ে দেন যে, আইনজ্ঞদের পরামর্শ নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে। তবে, এদিনের বৈঠকে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মারপিটের ঘটনায় তিনি কিছুই মন্তব্য করতে চাননি এবং পুরো বিষয়টিকে উত্তেজনা হিসেবে এড়িয়ে যেতে চান।

মোহনবাগানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এমন উত্তেজনা, শত্রুতা এবং দলীয় বিভাজন পরিস্থিতি নতুন কিছু নয়। তবে, ক্লাবের ভবিষ্যতের জন্য প্রয়োজন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সময়মতো নির্বাচন। সকলের একত্রিত হয়ে নির্বাচনের প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।