Children’s Day Special: খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটালেন কুয়াদ্রাত

East Bengal Coach Carles Cuadrat

Children’s Day Special: আগামী ২৫ নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। তার আগে লম্বা ছুটি। বলতে গেলে সমর্থকদের স্বস্তি। আসলে এবারের আইএসএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও আগের অবস্থাতেই রয়েছে লাল-হলুদ। হায়দরাবাদ দলের বিপক্ষে জয় আসলেও পরবর্তীতে একের পর এক ম্যাচে পরাজিত হতে হয়েছে ময়দানের এই প্রধানকে। এই পরিস্থিতিতে লিগ টেবিলের তলানিতেই থেকে গিয়েছে মশাল ব্রিগেড।

Advertisements

তবে ছুটিতে খেলোয়াড় থেকে শুরু করে কোচ ও কোচিং স্টাফদের ছুটি দেওয়া হলেও তা সাময়িক। আসলে একের পর এক ম্যাচে পরাজয়ের দরুন যথেষ্ট হতাশ সকলেই। তাই খেলোয়াড়দের অধিকাংশ ছুটি বাতিলের নির্দেশ উঠে এসেছিল কার্লোস কুয়াদ্রাতের তরফ থেকে। এসবের মাঝেই দীপাবলি ও শিশু দিবসের আমেজে মেতে উঠেছে সকলে।

   

তবে এবারের শিশু দিবস কিছুটা অন্যরকম ভাবে কাঁটালেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। ও সহকারী দিমাস ডেলগাডো। আজ ইমামি ইস্টবেঙ্গলের ফুটবল স্কুল অফ এক্সিলেন্সের মাঠে খুদে ফুটবলারদের সাথে মিলিত হন দলের স্প্যানিশ কোচ। সঙ্গে ছিলেন দিমাস ডেলগাডো ও জুনিয়র দলের হেড কোচ বিনো জর্জ। এভাবেই কেটে যায় গোটা সময়। ছোটো ছেলে-মেয়েদের সাথে খোশ মেজাজে সময় কাটিয়ে ফিরে আসেন সকলে। যা সহজেই মন কেড়েছে আপামর লাল-হলুদ জনতার। উল্লেখ্য, কলকাতায় কার্লোস কুয়াদ্রাত এখনো খুব একটা সময় না কাটালেও অতি সহজেই সমর্থকদের মনে স্থান করে নিয়েছেন তিনি।

Advertisements

এবারের এই ফুটবল মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও এখন ছন্দে নেই লাল-হলুদ ব্রিগেড। একের পর এক ম্যাচে ধরাশায়ী হওয়ার দরুণ যথেষ্ট ব্যাকফুটে নাওরেম-নন্দরা। এখন ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য তাদের।