Mohammedan SC: চূড়ান্ত হল দিনক্ষণ, সাদা-কালো শিবিরের উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

Mohammedan Sporting Club undergoing renovation

এবারের কলকাতা ফুটবল লিগে ময়দানের দুই প্রধানের পাশাপাশি যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে গতবারের বিজয়ী দল তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তবে শুধু খেলার মাঠই নয়, তাঁবুর সৌন্দর্যের দিক থেকে ও মোহন-ইস্ট কে যথেষ্ট টেক্কা দিচ্ছে সাদা-কালো ব্রিগেড। বলা যায়, তাদের হাত ধরেই এবার ময়দানের বুকে তৈরি হয়েছে এক টুকরো লর্ডস।

Advertisements

আসলে লর্ডসের ব্যালকনির ছন্দেই এবার সেজে উঠছে মহামেডান স্পোর্টিং ক্লাব চত্বর। বলতে গেলে পুরোনো সমস্ত কিছু বদলে গিয়ে নতুন করে সেজে উঠেছে ক্লাব তাঁবু। যার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে ঘোষণা করা হল তার দিনক্ষণ। যতদূর জানা গিয়েছে, আগামী ১৬ই আগস্ট মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাবের এই নয়া তাঁবুর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

   

সেই মর্মেই গতকাল বিকেলে ক্লাব তাঁবু পরিদর্শন করে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্লাবের কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করে কিছুক্ষণ পরেই বেরিয়ে আসেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের তরফ থেকে তাকে প্রশ্ন করা হলে ক্রীড়ামন্ত্রী জানান, মাঝে মধ্যেই রেড রোডের এই ক্লাব তাঁবুর সামনে দিয়ে যাতায়াত করি, বাইরে থেকে যথেষ্ট ঝকঝকে লাগে কিন্তু ভিতরে এসে সম্পূর্ণরূপে দেখার ইচ্ছে ছিল। তাই আজ ক্লাবে এসে সমস্ত কিছু ঘুরে দেখা।

বলাবাহুল্য, গোটা ক্লাব তাঁবু ঘুরে দেখার পাশাপাশি তারকা ফুটবলার সেলিমের ব্যাপারে ও আলোচনা করতে দেখা যায় ক্রীড়ামন্ত্রীকে। উল্লেখ্য, আগামী ১৬ই আগস্ট অর্থাৎ তাঁবু উদ্বোধনের দিন সেল্টিক ও সাদা-কালো ব্রিগেড কাপানো ফুটবলার সেলিমের বিশেষ মূর্তি ও বসানো হতে চলেছে ক্লাব প্রাঙ্গনে।
যা দেখার অপেক্ষায় সাদা-কালো সমর্থকরা। একটা সময় দলের অন্যতম লগ্নিকারী সংস্থা তথা বাঙ্কারহিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বদলে যায় গোটা পরিস্থিতি। আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও একসাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত উঠে আসে ক্লাব ও ইনভেস্টরের তরফ থেকে। বর্তমানে এই সিদ্ধান্ত নিয়েই কলকাতা লিগে শক্তিশালী দল গঠন করে লড়াই চালাচ্ছে মহামেডান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements