বিশ্বচ্যাম্পিয়ন (Chess World Champion) ডি গুকেশ (D Gukesh) ফের প্রমাণ করলেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা দাবাড়ু। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে (Zagreb) অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর ২০২৫ (Grand Chess Tour 2025 Zagreb) সুপারইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিট্জ প্রতিযোগিতার র্যাপিড বিভাগে ১৪ পয়েন্ট নিয়ে একক চ্যাম্পিয়ন হলেন ভারতের গুকেশ।
প্রতিযোগিতার শুরুটা যদিও গুকেশের জন্য মসৃণ ছিল না। প্রথম রাউন্ডেই পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার ইয়ান-ক্রজিস্টফ দুদার কাছে হেরে যান তিনি। কিন্তু এরপরই শুরু হয় এক দুরন্ত প্রত্যাবর্তন। পরের পাঁচ ম্যাচে টানা জয় তুলে নেন গুকেশ, যার মধ্যে ছিল চতুর্থ রাউন্ডে কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে এক নিখুঁত জয়। এই জয় ছিল শুধু প্রতিশোধমূলক নয়, বরং স্পষ্ট বার্তা কার্লসেনের আগের কটাক্ষের জবাব মাঠেই দিয়েছেন তিনি।
কার্লসেন এই টুর্নামেন্টে গুকেশকে ‘দুর্বল খেলোয়াড়’ বলে আখ্যা দিয়েছিলেন। তবে গুকেশ তাঁর খেলার মাধ্যমে প্রমাণ করে দিলেন, তাঁর আগের জয় কোনোভাবেই কাকতালীয় ছিল না। বৃহস্পতিবার কার্লসেনকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসেন গুকেশ, আর শুক্রবার আরও ৪ পয়েন্ট যোগ করে চূড়ান্ত তালিকার এক নম্বরে নিজের স্থান নিশ্চিত করেন।
র্যাপিড বিভাগের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের ওয়েসলি সো-র বিরুদ্ধে ৩৬ চালে নিখুঁত কৌশলে খেলে জয় নিশ্চিত করেন গুকেশ। একটি ত্রুটির সুযোগ নিয়ে ধীরে ধীরে পদাধিক্য প্রতিষ্ঠা করে খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে আসেন তিনি। এই জয়ে গুকেশের রেকর্ড দাঁড়ায় ৬টি জয়, ২টি ড্র এবং ১টি হার।
এদিকে হারের পর কার্লসেন সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে আমি দাবা উপভোগ করছি না। খেলায় আমার মনোযোগ নেই, আর গুকেশ তার সব সুযোগ কাজে লাগাচ্ছে। ও এখন দারুণ ফর্মে আছে।” এই মন্তব্যে গুকেশের শ্রেষ্ঠত্বই যেন পরোক্ষ স্বীকৃতি পেল।
গুকেশের এই পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভও। তাঁর ভাষায়, “কার্লসেন যেভাবে হেরেছে, তাতে বোঝা যাচ্ছে, এখন গুকেশদের মতো নতুন প্রজন্মের হাতেই দাবার ভবিষ্যৎ। কার্লসেনের একাধিপত্য হয়তো শেষ হতে চলেছে।”
এই টুর্নামেন্টে ভারতের আরেক তরুণ দাবাড়ু আর রমেশবাবু প্রজ্ঞানন্দ অবশ্য তেমন চমক দেখাতে পারেননি। তিনি ৯ ম্যাচের মধ্যে ৭টিতে ড্র করেন, জয় পান কেবল ক্রোয়েশিয়ার ইভান আরিচের বিরুদ্ধে। তাঁর সংগ্রহ ৯ পয়েন্ট, যা তাঁকে শীর্ষ তালিকা থেকে কিছুটা পিছিয়ে রাখে।
টুর্নামেন্টের ব্লিট্জ পর্ব শুরু হচ্ছে শনিবার, চলবে ৬ জুলাই পর্যন্ত। র্যাপিড ও ব্লিট্জ উভয় ফর্ম্যাটের সম্মিলিত পয়েন্টেই নির্ধারিত হবে চূড়ান্ত বিজয়ী। এখন পর্যন্ত গ্র্যান্ড চেস ট্যুর ২০২৫ গুকেশের ফর্ম রীতিমতো বিস্ময়কর। রোমানিয়ার বুচারেস্ট পর্বে প্রথম তিনে ছিলেন না, তবে জাগ্রেবে জয় পেয়ে তিনি আবারও শীর্ষ দাবাড়ুদের তালিকায় নিজের নাম শক্তভাবে প্রতিষ্ঠিত করলেন। সামনে আরও দুটি পর্ব—আগস্টে আমেরিকা ও সেপ্টেম্বর-অক্টোবরে ব্রাজিল। জাগ্রেবের এই জয় গুকেশের জন্য হতে পারে এক ঐতিহাসিক বছরের দিশারী।
Chess World Champion D Gukesh wins rapid title at Grand Chess Tour 2025 Zagreb