HomeSports NewsD Gukesh on MS Dhoni: 'ক্যাপ্টেন কুল'ই আদর্শ কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার গুকেশের

D Gukesh on MS Dhoni: ‘ক্যাপ্টেন কুল’ই আদর্শ কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার গুকেশের

- Advertisement -

কলকাতায় টাটা স্টিল ট্রেইলব্লেজার্স ৩.০ কনক্লেভের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন (World Chess Champion) ডি গুকেশ (D Gukesh)।

এদিন গুকেশের চোখে ছিল এক সাদামাটা অনুভূতি, যেন তিনি নিজের জীবনের স্বপ্নের দিকে চলছেন। যখন তিনি কথা বলছিলেন, তার মুখে এক ধরনের উচ্ছ্বাস ছিল, বিশেষ করে যখন তিনি কথা বলছিলেন তার প্রিয় খেলোয়াড়, মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সম্পর্কে। গুকেশ বলেন “মহেন্দ্র সিং ধোনি আমার আইডল ছিলেন, এমনকি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের আগে। আমি দু’বার তার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেটা হতে পারেনি। তবে ধোনি ভাই যখন চেন্নাইয়ে আইপিএল খেলতে আসেন, তখন আমি একদিন তাকে সামনে পেলে তার সাথে দেখা করতে চাই।”

   

এরপর গুকেশ তার গুরু, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিস্বানাথন আনন্দের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। “বিশ্বনাথন আনন্দ স্যার ভারতীয় দাবার জন্য যা করেছেন, তাতে আমরা আজ যেখানে দাঁড়িয়েছি, তা তার অবদান ছাড়া সম্ভব হত না। তিনি শুধু নিজেই দারুণ খেলোয়াড় ছিলেন না, আমাদের পরবর্তী প্রজন্মের চেস খেলোয়াড়দের গড়ে তোলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন,” বলে উল্লেখ করেন গুকেশ।

গুকেশ আরও জানান, তিনি পশ্চিমব্রিজ আনন্দ চেস একাডেমির ছাত্র, যেখানে তার চেস জীবন এক নতুন মোড় নিয়েছে। তিনি বলেন “WACA (পশ্চিমব্রিজ আনন্দ চেস একাডেমি) আমার চেস জীবনকে অন্য স্তরে নিয়ে গেছে। এটা আমাকে গ্র্যান্ডমাস্টার থেকে এলিট খেলোয়াড়ে পরিণত হতে সহায়তা করেছে।”

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর তার জীবন পরিবর্তিত হয়েছে, এই বিষয়ে তিনি বলেন, “এটা একটা চ্যালেঞ্জ, তবে ইতিবাচক পরিবর্তন। এটি একটি সম্মান, এবং আমি এখনও এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখছি।” বিশ্ব চেসের শীর্ষে এখন অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন, কিন্তু গুকেশের বিশ্বাস, এই দশকটি হবে ভারতের চেসের দশক। “ভারতে দাবার সম্ভাবনা অনেক, এবং আমি বিশ্বাস করি, আগামী দশকে ভারত চেসের এক নতুন উত্থান দেখবে।”

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular