Inter Kashi FC: চেন্নাইয়িন এফসির এই মিডফিল্ডারকে দলে টানল ইন্টার কাশী

নতুন মরসুমের জন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। গত বছর দুরন্ত পারফরম্যান্স থাকলেও খেতাব জয়…

short-samachar

নতুন মরসুমের জন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। গত বছর দুরন্ত পারফরম্যান্স থাকলেও খেতাব জয় করা সম্ভব হয়নি বারাণসীর এই ফুটবল ক্লাবের। কিন্তু সেইসব এখন অতীত। আসন্ন সিজনে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য। সেজন্য নয়া কোচের নির্দেশ মেনেই খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে ক্লাব।

   

যেখানে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও থেকেছে চমক। মূলত তরুণ প্রতিভাদের আনা হয়েছে স্কোয়াডে। প্রথম একাদশের পাশাপাশি দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে গত কয়েক সপ্তাহে একাধিক ভারতীয় ফুটবলারদের সই করিয়েছে ইন্টার কাশী। এবার সেই তালিকায় যুক্ত হল সুইডেন ফার্নান্দেজের নাম। সোমবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে ম্যানেজমেন্ট।

সেই অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত বারাণসীর ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার। মিডফিল্ডার হিসেবে অধিক পরিচিত হলেও দলের প্রয়োজনে রাইট উইং থেকে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারেন তিনি। পূর্বে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির সঙ্গে যুক্ত ছিলেন ফার্নান্দেজ। খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। নয়া আইলিগ মরসুমের জন্য তাঁকেই সই করালো আন্তোনিও লোপেজ হাবাসের এই ফুটবল দল।