১০০% গোল করার রেকর্ড Chennaiyin FC ফুটবলারের

প্রাক মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম দল Chennaiyin Fc। ইতিমধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে দল।

Chennaiyin FC's Irfan Yadwad Boasts 100% Goal-Scoring Record

short-samachar

প্রাক মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম দল Chennaiyin Fc। ইতিমধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে দল। গতবারের মতো এবারও কলকাতায় রয়েছে ইন্ডিয়ান সুপার লীগের এই দল। প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছেন একাধিক ফুটবলার।

   

ভারতীয় যুব প্রতিভা অন্বেষণ করার ব্যাপারে Chennaiyin Fc-এর সুনাম রয়েছে। আগামী দিনের সম্ভাব্য তারকাদের নিয়ে এবারেও স্কোয়াড সাজিয়েছে ক্লাব। নামী বিদেশি ফুটবলারদের পাশাপাশি অনুশীলন ম্যাচে যথেষ্ট সুযোগ পাচ্ছেন উঠতি প্রতিভারা। কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে ম্যাচ খেলে টিম কম্বিনেশন সেট করে নিচ্ছেন Chennaiyin Fc কোচ ওয়েন কয়েল।

ইন্ডিয়ান সুপার লীগে নিজেদের নতুন করে চেনাতে চাইছে Chennaiyin Fc। ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ওয়েন কয়েলকে। তার আমলেই সবথেকে বেশি সাফল্য পেয়েছিল ক্লাব। ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লীগে দাগ কাটা বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছে ক্লাব। ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে প্রাক্তন এক বিদেশিকে। দক্ষিণ ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি ক্লাবটিতে যখন সাজোসাজো ব্যাপার, তখন আলোচনায় উঠে এসেছেন Irfan Yadwad নামের এক ফুটবলার। নীল জার্সিতে এরই মধ্যে নিজের জাত চেনাতে শুরু করেছেন তিনি।

তিনটি প্রস্তুতি ম্যাচে নিজের নামের পাশে তিনটি গোল তুলে নিয়েছেন Irfan Yadwad। ২২ বছর বয়সী এই ফুটবলার কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন, রেইনবো অ্যাথলেটিক ক্লাব এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলা তিনটি প্রস্তুতি ম্যাচেই গোল করেছেন। তরুণ অ্যাটাকার এর আগে খেলেছেন ব্যাঙ্গালুরু ইউনাইটেড, পানজিম, স্পোর্টিং ক্লুব ডি গোয়ার যুব দলের হয়ে।