আইএসএল অভিযান শুরু করেছে চেন্নাইয়িন এফসি। গত সিজনে একের পর এক হেভিওয়েট দলকে টেক্কা দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) টপ সিক্সে উঠে এসেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে চূড়ান্ত সাফল্য আসেনি। পরবর্তী ম্যাচে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেইসব এখন অতীত। এই নতুন সিজনে চূড়ান্ত সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য ওয়েন কোয়েলের। সেইমতো নিজেদের স্কোয়াড সাজিয়েছেন এই ব্রিটিশ কোচ। সেইমতো দলে এসেছেন একের পর এক হেভিওয়েট ফুটবলার।
তবে শুধুমাত্র নতুন ফুটবলার নয়, দলের একাধিক পুরনো ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়িয়েছিল চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। তাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতীয় ডিফেন্ডার অঙ্কিত মুখার্জী (Ankit Mukherjee)। গত সিজনের শুরুতে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে তাঁকে নিজেদের দলে টেনেছিল চেন্নাইয়িন এফসি। এরপর থেকে যখনই সুযোগ পেয়েছেন, আইএসএল চ্যাম্পিয়নদের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এই বাঙালি ফুটবলার।
গত অক্টোবর মাসে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে একটি অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে পড়েন অঙ্কিত। সেই ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন শহরে ফিরলেও, অঙ্কিতের চোট পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে পড়েন কোচ ও তার সতীর্থরা। তার ফলস্বরূপ, পরবর্তী ম্যাচ গুলিতে আর মাঠে নামতে পারেননি তিনি। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ এবং দলের সঙ্গে অনুশীলনে যোগদান করেছেন।
বৃহস্পতিবার থেকে তিনি চেন্নাইয়িনের অনুশীলনে অংশ নিতে শুরু করেছেন। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আগামী ২৪ নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অঙ্কিত মুখার্জীকে মাঠে দেখা যেতে পারে। বর্তমানে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাইয়িন এফসি। মুম্বাই সিটির বিরুদ্ধে শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করার পর, আগামী কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে জয় তুলে নিয়েই লিগ টেবিলের উপরের দিকে উঠে যাওয়ার লক্ষ্য চেন্নাইয়িনের।