Chennaiyin FC Vs ATK Mohunbagan: চেন্নাইয়িনের বিরুদ্ধে খেলতে নামতে প্রস্তুত পোগবারা

রবিবার চেন্নাইয়িনের (Chennaiyin FC) বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ। আর তার আগে শনিবার অনুশীলনে যোগ দিলেন আশিক কুরিনিয়ান। জ্বরের জন্য বেশ কয়েকদিন অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি।    …

ATK Mohun Bagan new sign Pogba on a interview

short-samachar

রবিবার চেন্নাইয়িনের (Chennaiyin FC) বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ। আর তার আগে শনিবার অনুশীলনে যোগ দিলেন আশিক কুরিনিয়ান। জ্বরের জন্য বেশ কয়েকদিন অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি।

   

১৪ আগষ্ট চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ।ম‍্যাচ অনুষ্ঠিত হবে মোহনবাগানের মাঠে।এই ম‍্যাচ ২০২১-২২ মরশুমের মেম্বারশিপ কার্ড দিয়ে খেলা দেখতে পারবেন সমর্থক’রা।এই প্রস্তুতি ম‍্যাচের আগে শনিবার মোহনবাগানের মাঠে জোরকদমে অনুশীলন করলো সবুজ মেরুন শিবির।কখনও সিচুয়েশন প্রাক্টিস আবার কখনও গোলের সামনে হেড করানোর অনুশীলন চলেছে এদিন।

এর আগে মহামেডানের বিপক্ষে প্রস্তুতি ম‍্যাচ খেলেছিলো সবুজ মেরুন ব্রিগেড।পিছিয়ে থেকে জনি কাউকোর করা জোড়া গোলে ২-১ ব‍্যবধানে ম‍্যাচ জিতে নিয়েছিলো মোহনবাগান।ডুরান্ড কাপ শুরু’র আগে দল কতোটা তৈরী সেটা বুঝে নিতে এই প্রস্তুতি ম‍্যাচ’কে দেখতে চাইছেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো।