হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়েই এবারের মতো ফুটবল সিজন শেষ করেছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। দেশের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের দলের। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। এই হতাশা ভুলে এবারের কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছে বিরাট বড় ব্যবধানে।
Also Read | এই ভারতীয় ফরোয়ার্ডকে দলে টানার পথে কেরালা
যারফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ছিটকে যেতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল দলকে। দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। পুরনো সমস্ত কিছু ভুলে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিতে মরিয়া দক্ষিণের এই আইএসএল জয়ীরা। সেক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। আক্রমণভাগের পাশাপাশি বদল ঘটানো হতে পারে মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছে এই মরোক্কান ফুটবলারের নাম।
Also Read | সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরালা বনাম মোহনবাগানের হাই-ভোল্টেজ লড়াই
তিনি সাবির বুগ্রিন। বর্তমানে সেই দেশের প্রথম ডিভিশনের ফুটবল দল রাজা ক্লাব অ্যাথলেটিকের সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা। সেই দলের হয়ে এখনও পর্যন্ত খেলে ফেলেছেন প্রায় ২৪ টি ম্যাচ তাঁর মধ্যে দুইটি অ্যাসিস্ট রয়েছে এই তারকার। এছাড়াও তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছে সকলকে। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের জুন মাস পর্যন্ত মরক্কোর সেই প্রথম ডিভিশনের ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে বুগ্ৰিনের। সবদিক মাথায় রেখেই তাঁকে এবার দলে টানতে চাইছে ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসি।
তবে শুধুমাত্র ভারত নয়। এশিয়ার আরও বেশকিছু ফুটবল ক্লাবের নজর রয়েছে এই তারকা ফুটবলারের দিকে। যদিও এক্ষেত্রে অনেকটাই এগিয়ে দক্ষিণের এই ফুটবল দল। শেষ পর্যন্ত আদৌ তিনি ভারতে আসবেন কিনা সেটাই দেখার বিষয়।