প্রকাশ্যে এলো ২০২২-২৩ মরশুমের জন্যে চেন্নাইয়িন এফসি’র (Chennaiyin FC) কোচের নাম। ফুটবলার’দের দলবদলের বাজারে বর্তমানে কোচেদের’ও দলবদলের মার্কেট বেশ গরমাগরম। প্রাক্তন জার্মান তারকা থমাস ব্রাডারিচ (Thomas Brdaric) দায়িত্ব পেলেন এই ক্লাবের।
এখনও অবধি কোচিং কেরিয়ারে মাত্র ৭৫ টি ম্যাচ কোচিং করিয়েছেন।এরমধ্যে জিতেছেন ৫০ টি ম্যাচে, ড্র করেছেন ১৫ টি ম্যাচে। তাঁর কোচিংয়ে খেলা কেএফ ভ্লাজনিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স খুবই চমকপ্রদ ছিলো।
এছাড়াও উল্ফসবার্গের অনুর্ধ্ব ২১ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করার পাশাপাশি জার্মানির বিভিন্ন ছোটো ছোটো ক্লাবে কোচিং করিয়েছেন ।জার্মানির হয়ে খেলেছেন ৮ টা ম্যাচ।খেলেছেন জার্মানির প্রথম সারির ক্লাব বায়ার লেভারকুসেনে,ছিলেন প্রাক্তন জার্মান তারকা মাইকেল বালাকের সতীর্থ।
আনুষ্ঠানিকভাবে চেন্নাইয়িন তার নাম কোচ হিসেবে ঘোষণা করার পর তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্মকর্তা’দের।জানিয়েছেন এই জার্নি শুরু’র অপেক্ষায় আছেন তিনি।এর আগে জার্মানির বাইরে গিয়ে কোচিং করিয়েছেন, তাই কোচিং করাতে গিয়ে যে খুব একটা বেগ পেতে হবে এমনটা মনে করেন না।সব মিলিয়ে এখন দলবল নিয়ে মাঠে নামার প্রহর গুনছেন এই জার্মান কোচ।