এই ভারতীয় রাইট ব্যাককে বিদায় জানাল চেন্নাইয়িন এফসি

গত আইএসএল সিজনটা একেবারেই ভালো যায়নি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব…

Edwin Vanspaul

গত আইএসএল সিজনটা একেবারেই ভালো যায়নি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। তা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। এই হতাশা ভুলে পরবর্তী সময় কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল বড় ব্যবধানের পরিপ্রেক্ষিতে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের।

Advertisements

এই সমস্ত কিছু ভুলে অনেক আগে থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে দক্ষিণের এই আইএসএল জয়ীরা। সেক্ষেত্রে বেশকিছু বদল যে দেখা যেতে চলেছে দলের অন্দরে সেটা জানা ছিল সকলের। এক্ষেত্রে আক্রমণভাগের পাশাপাশি মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের বদল করার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের নাম। যাদের মধ্যে ছিলেন কলম্বিয়ান ফরোয়ার্ড উইলমার জর্ডান গিল। সপ্তাহ কয়েক আগেই তাঁকে রিলিজ করে দিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব।

   

এছাড়াও সেই তালিকায় যুক্ত হয়েছে এডউইন সিডনি ভ্যানস্পলের নাম। গত বুধবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ভারতীয় ফুটবলারকে বিদায় জানিয়েছে অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। বলাবাহুল্য, গত মরসুমে দক্ষিণের এই ফুটবল ক্লাবের হয়ে খুব একটা সুযোগ পাননি এই ভারতীয় তারকা। খেলতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচ। স্বাভাবিকভাবেই নিজের গেম টাইম নিয়ে একেবারেই খুশি ছিলেন না কেরালার এই ফুটবলার। শেষ পর্যন্ত তাঁকে রিলিজ করে দিল ইন্ডিয়ান সুপার লিগ জয়ী এই দল।

শোনা যাচ্ছে নয়া মরসুমে তাঁকে দলে টানতে নাকি যথেষ্ট আগ্রহ প্রকাশ করছে আইলিগের একাধিক ফুটবল ক্লাব। সেইমত তাঁর সঙ্গে কথাবার্তা ও নাকি শুরু করা হয়েছে তাঁদের তরফে। শেষ পর্যন্ত আদৌ কোথায় তিনি যোগদান করেন আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সেটি।