কবে থেকে প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করতে পারে চেন্নাইয়িন?

গত মরসুমে জয়ের মধ্য দিয়ে দেশের প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল চেন্নাইয়িন (Chennaiyin FC)। যদিও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি শেষ পর্যন্ত। ২৪ ম্যাচে ২৭…

Chennaiyin FC Pauses Player Contract Decisions for ISL 2025 Season

গত মরসুমে জয়ের মধ্য দিয়ে দেশের প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল চেন্নাইয়িন (Chennaiyin FC)। যদিও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি শেষ পর্যন্ত। ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এগারো নম্বরেই শেষ করতে হয়েছিল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। এই ধাক্কা কাটিয়ে এবার আসন্ন সুপার কাপ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আইএসএল জয়ীরা। এক্ষেত্রে সম্পূর্ণভাবে নিজেদের দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। বেশ কয়েক মাস আগেই সেইমতো দলের ইংলিশ কোচ ওয়েন কোয়েলকে বিদায় জানিয়েছে আইএসএলের এই দল।

Advertisements

এখনও যতদূর জানা গিয়েছে, এবার নতুন সিজনে তাঁদের দলের দায়িত্ব পাওয়ার দৌড়ে কার্যত অনেকটাই এগিয়ে ক্লিফোর্ড মিরান্ডা। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি এই বিষয়টি। কিন্তু মনে করা হচ্ছে খুব একটা অঘটন না ঘটলে খুব শীঘ্রই তাঁর যোগদানের কথা জানিয়ে দিতে পারে ওয়েন কোয়েলের প্রাক্তন ক্লাব। তবে
শুধুমাত্র কোচ নয়। দলের বিদেশি ফুটবলার নির্বাচনে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে এই ক্লাব। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে দলের মাঝমাঠকে শক্তিশালী করতে স্প্যানিশ ফুটবলার তথা লাল-হলুদের বর্তমান তারকা সাউল ক্রেসপোকে নিতে যথেষ্ট আগ্ৰহী আইএসএল জয়ীরা।

Advertisements

সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। শেষ পর্যন্ত সাউল চেন্নাইয়িনে যোগ দিলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে। কিন্তু শুধুমাত্র খেলোয়াড়দের স্কোয়াডে নথিভুক্ত করাই নয়। এবার খুব শীঘ্রই গোটা দল নিয়ে প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করতে চলেছে অভিষেক বচ্চনের এই ফুটবল দল। বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে , এখনও পর্যন্ত যা চূড়ান্ত রয়েছে সেই অনুযায়ী আগামী অক্টোবর মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকেই হয়তো আসন্ন সুপার কাপের জন্য নিজেদের পুরোদমে প্রস্তুত করতে শুরু করে দেবে দেশের প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়নরা।

এমনকি আরও শোনা যাচ্ছে যে এক্ষেত্রে প্রাক-মরসুম প্রস্তুতির জন্য গোয়াকে হয়তো বেছে নিতে পারে চেন্নাইয়িন। সেক্ষেত্রে পরিকল্পনায় খুব একটা পরিবর্তন না আসলে কেরালা ব্লাস্টার্সের পাশাপাশি চেন্নাইয়িন এফসি দলের ফুটবলারদের ও দেখা যেতে পারে গোয়ার মাঠে অনুশীলনে।