Transfer Window: ভবিষ্যতের সুনীল ছেত্রীকে চূড়ান্ত করার পথে ক্লাব!

Transfer Window Update: Chennaiyin FC Closing in on Signing Irfan Yadwad

Transfer Window:সুনীল ছেত্রী এখনও গোল করে চলেছেন। একই সঙ্গে তার বয়সের কথাও খেয়াল রাখতে হচ্ছে। আগামী দিনের সুনীল ছেত্রী কে হতে পারেন সে ব্যাপারে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি প্রচুর গোল করে সাড়া ফেলেছেন এক ভারতীয় ফুটবলার। Chennaiyin FC তাকেই পাখির চোখ করেছে বলে ফুটবল মহলে গুঞ্জন।

ভারতীয় ফুটবল ভক্তদের মনে প্রায়শই একটি প্রশ্ন থাকে যে সুনীল ছেত্রীর পরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে কে এগিয়ে আসবেন আগামী দিনে? যদিও কিছু খেলোয়াড় তাদের সম্ভাবনার ঝলক ইতিমধ্যে দেখিয়েছেন। তবে সাড়া ফেলে দেওয়া ইরফান ইয়াদওয়াদের মতো দুর্দান্ত মরসুম খুব বেশি কেউ সম্প্রতি পাননি।

   

এফ বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে বিডিএফএ সুপার ডিভিশনে একের পর এক ম্যাচে গোল করে নিজের উপস্থিতির কথা জানান দিয়েছেন। ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের ফিনিশিং ক্ষমতা এবং স্ট্রাইকার হিসেবে অলরাউন্ড দক্ষতা ফুটবল প্রেমীদের নজর এড়ায়নি। গোয়ায় জন্ম নেওয়া ইরফান ইয়াদওয়াদ দেখিয়েছেন যে তিনি বিভিন্ন ধরনের গোল করতে পারেন- বাম পা, ডান পা, ট্যাপ ইন, দূর পাল্লার শট, হেডার ইত্যাদি। তরুণ এই ফুটবলারের খেলা চেন্নাইয়িন এফসিকে প্রভাবিত করেছে বলে খবর। চেন্নাইয়িন এফসি তরুণ প্রতিভা তুলে নিয়ে আসার ব্যাপারে প্রসিদ্ধ। বিগত কয়েক মরসুমের মতো আসন্ন সময়েও ক্লাব তাদের এই ইএসপি বজায় রেখেছে।

মেরিনা মাচানরা বড় পদক্ষেপ নেওয়ার জন্য ইরফানকে বিশ্বাস করতে চলেছে বলে অনেকে মনে করছেন। বড় মঞ্চে সুযোগ পেলে ইরফান নিজেও তার নাম প্রতি সুবিচার করতে চাইবেন। চেন্নাইয়িন তাদের সমস্ত বিদেশী খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে। অধিনায়ক অনিরুদ্ধ থাপা এবং এডউইন ভ্যানসপলের মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডারদের যথাক্রমে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গলের কাছে ট্রান্সফার করেছে। বদল হচ্ছে কোচিং বিভাগেও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন