এটিকে মোহন বাগানকে গোল দিল চেন্নাই

দল বদলের বাজারে চমক দিতে এটিকে মোহনবাগান (atk Mohun Bagan) সিদ্ধহস্ত। এবারেও চমক দিয়েছে। পল পোগবার দাদাকে দলে নিয়ে চমক দিয়েছে ক্লাব। কিন্তু প্রোফাইলের দিক…

Chennaiyin FC atk Mohun Bagan

দল বদলের বাজারে চমক দিতে এটিকে মোহনবাগান (atk Mohun Bagan) সিদ্ধহস্ত। এবারেও চমক দিয়েছে। পল পোগবার দাদাকে দলে নিয়ে চমক দিয়েছে ক্লাব। কিন্তু প্রোফাইলের দিক থেকে ফ্লোরেন্টিনের থেকেও এগিয়ে থাকা একজন খেলতে চলেছেন ইন্ডিয়ান সুপার লিগে।

Advertisements

আগামী মরসুমের জন্য চেন্নাইয়িন এফসি ঘানার ফরোয়ার্ড কোয়ামে কারিকরিকারিকে চুক্তিবদ্ধ করেছে। এক দশকেরও বেশি তাঁর পেশাদার ফুটবল কেরিয়ার। খেলেছেন বহু নামীদামী ক্লাবে। গোলও করেছেন প্রচুর। গত মরসুমে থাই ক্লাব নাখোনরাটচাসিমা মাজদার হয়ে ২৯ টি লিগ ম্যাচে ১৩ টি গোল করেছিলেন তিনি। ১১ বছরের দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে ২৬১ টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৮৪ টি গোল এবং ১৩ টি অ্যাসিস্ট রয়েছে। আটটি শীর্ষ-স্তরের লিগে ১২ টি ক্লাবের হয়ে খেলার কোয়ামে কারিকরিকারি খেলার অভিজ্ঞতা রয়েছে।

   

এছাড়াও তাঁর নামে রয়েছে দু’টি ইউরোপা লিগের গোল। ২০১২ সালে সিএসকেএ মস্কো এবং পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে করেছিলেন। ২০১১ সালে ১৯ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করেছিলেন তাঁর। ব্যক্তিগত কেরিয়ারে সাতটি ইউরোপা লিগ ম্যাচ সহ ৫৮ টি ম্যাচ খেলেছেন। এবং পাঁচটি মরসুমের বিভিন্ন প্রতিযোগিতায় ১০ টি গোল করেছেন। অনূর্ধ্ব-২০ আফ্রিকা কাপে ঘানার প্রতিনিধিত্বও করেছিলেন তিনি।

অন্যদিকে, ফ্লোরেন্টিন পোগবা তারকা ফুটবলার পল পোগবার ভাই। খেলেন মূলত সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে। ৩১ বছর বয়সী ফ্লোরেন্টিন অতীতে খেলেছেন ফ্রান্সের অনুর্ধ্ব কুড়ি জাতীয় দলে। পরে গিনির জাতীয় দলে খেলেছেন বেশ কিছু ম্যাচ। পল পোগবার মতো চোখ ধাঁধানো প্রোফাইল না হলেও ইতিমধ্যে তিনি খেলেছেন বেশ কিছু ক্লাবে। ফ্রান্স, তুর্কি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। লিগ টু থেকে আসছেন কলকাতায়।