স্কটিশ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে চেন্নাইয়িন

Scottish Footballer Connor Shields

এই সিজনে আইএসএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করলেও শেষ রক্ষা হয়নি। লড়াইয়ের প্রথমেই ছিটকে যেতে হয়েছে তাদের। কিন্তু নিজেদের আইএসএল জয়ী কোচের তত্ত্বাবধানে আবারো বেশ কিছু বছর পর প্রথম ছয়ে শেষ করেছে দল। নতুন মরশুমে নিজেদেরকে চ্যাম্পিয়নশিপে ধরে রাখাই একমাত্র লক্ষ্য দক্ষিণের এই ফুটবল ক্লাবের। সেইমতো ওয়েন কোয়েলের নির্দেশ মেনে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)।

Advertisements

ঘর গোছানোর জন্য নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে ক্লাবগুলির। যাদের মধ্যে কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে নিজেদের বিদেশি ফুটবলার রায়ান এডওয়ার্ডের সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট।

এছাড়াও উঠে এসেছে জর্ডন মারির প্রসঙ্গ। তবে নতুন মরশুমে তাকে নিয়ে কোনও কিছু ভাবছে না ম্যানেজমেন্ট। সেজন্য এই তারকা ফুটবলারকে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে দল। তবে দলের স্কটিশ ফুটবলার কনর শিল্ডের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। ‌এবারের এই সিজনটা খুব একটা খারাপ যায়নি এই বিদেশি ফরোয়ার্ডের। মোট কুড়িটি অ্যাপিয়ারেন্সে তিনটি গোল এবং দুইটি অ্যাসিস্ট থেকেছে এই তারকার। অর্থাৎ পাঁচটি গোলের ক্ষেত্রে কনট্রিবিউশন থেকেছে এই ফুটবলারের। নতুন সিজনে তাকে রেখেই স্কোয়াড তৈরি করতে চাইছে চেন্নাইয়িন।

Advertisements

সেক্ষেত্রে আরো দুই বছরের চুক্তি বাড়াতে পারে ক্লাব। এছাড়াও খালিদ জামিলের জামশেদপুর এফসির দিকে নজর ছিল তাদের। সেখানকার তরুণ ডিফেন্ডার পিসি লালদিনপুইয়ার সঙ্গে কথাবার্তা ও এগিয়েছিল এক প্রস্থ। শেষ পর্যন্ত আদৌ তিনি‌ কোথায় যুক্ত হন, সেটাই দেখার বিষয়। ‌