Chennaiyin FC: দেবজিৎ মজুমদারের বদলে এই গোলরক্ষককে চূড়ান্ত করার পথে চেন্নাইয়িন

Mumbai City FC goalkeeper Mohammad Nawaz

ব্রিটিশ কোচ ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে এই সিজেনে অনেকটাই সক্রিয় থেকেছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে একের পর এক দলকে হারিয়ে প্রথম ছয় নম্বরে নিজেদের নিশ্চিত করেছিল রাফায়েল ক্রিভেলারোর দল।

Advertisements

যদিও শেষ রক্ষা হয়নি। এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় এই ফুটবল দলকে। যা নিঃসন্দেহে অনেকটাই হতাশ করেছিল সমর্থকদের। তবুও নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ অনিকেত মুখার্জিরা। সেইমতো দল গঠনের কাজ শুরু করে দিয়েছে, আইএসএলের এই ফুটবল ক্লাব।

এক্ষেত্রে প্রথমেই তাদের নজর গিয়ে পড়ে জামশেদপুর এফসির ফুটবলার জরমনপ্রীত সিংয়ের দিকে। যতদূর খবর, এই তরুণ মিডফিল্ডারকে দলে নিয়েই নতুন মরশুম শুরু করতে চাইছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে শুধু চেন্নাইয়িন নয়, আইএসএলের আরো একাধিক ফুটবল ক্লাবের নজর রয়েছে এই ফুটবলারের দিকে।

Advertisements

তবে সকলকে টেক্কা দিয়ে এই তারকাকে চূড়ান্ত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে চেন্নাইয়িন। এছাড়াও নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। কিন্তু নতুন মরশুমে দলে থাকা হচ্ছেনা বাঙালি গোলরক্ষক দেবজিৎ মজুমদারের।

তাই স্বাভাবিকভাবেই নতুন গোলরক্ষকের খোঁজ শুরু করে দিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তাদের নজর গিয়ে পড়েছিল মুম্বাই সিটি এফসির রিজার্ভ বেঞ্চের ফুটবলার মোহম্মদ নাওয়াজের দিকে। অনেক আগেই শোনা গিয়েছিল, যে এই তরুণ গোলরক্ষককে ভালো প্রস্তাব পাঠিয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। তবে এই ফুটবলারকে পেতে আসরে নেমেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোটিং ক্লাব। তবে সাদা-কালো ব্রিগেডকে পিছনে ফেলে তাকে সই করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।